×
Viral Video

‘ঝুমে যো পাঠান’, ট্রেন্ডিং হিন্দি গানে দীপিকা ও শাহরুখের স্টাইলে অসাধারণ নাচ যুবক যুবতীর, ভাইরাল ভিডিও

‘ঝুমে জো পাঠান’ গানে কার্যত এখন সম্পূর্ণ দেশবাসী মশগুল। ‘পাঠান’ সিনেমার এইধরণের সাফল্য স্বয়ং শাহরুখ খান (Shahrukh Khan) নিজেও ভাবেননি হয়তো। ১২ দিনের মধ্যে বিশ্বব্যাপী ৮৩২ কোটিরও বেশি আয় করে ফেলেছে এই সিনেমা। আর সিনেমার গান নিয়েই সকলে ইতিমধ্যে নিজেদের মতন করে নাচ করছেন অনেকেই। তবে এবার নাচ নয় সিনেমার এই টাইটেল ট্র্যাকটিকে সম্পূর্ণ পুনর্গঠন করা হয়েছে।

'ঝুমে যো পাঠান', ট্রেন্ডিং হিন্দি গানে দীপিকা ও শাহরুখের স্টাইলে অসাধারণ নাচ যুবক যুবতীর, ভাইরাল ভিডিও -

শুনলে অবাক হবেন ভারত নয়, ইন্দোনেশিয়া দেশের একদল ডান্স গ্রুপ ‘ঝুমে জো পাঠান’ গানটি সিনেমার মতো করেই উপস্থাপন করেছেন। দীপিকা (Deepika Padukone) ও শাহরুখের পারফরমেন্স এর সাথে কোনো ফারাক করতে পারবেন না। ভিডিওটিতে দেখা যাচ্ছে শাহরুখ ও দীপিকার মতো হুবহু দুজনে সেজেছে। আর গানের প্রতিটা কথার সাথে সেই স্টেপ মিলিয়ে নাচ করছেন।

'ঝুমে যো পাঠান', ট্রেন্ডিং হিন্দি গানে দীপিকা ও শাহরুখের স্টাইলে অসাধারণ নাচ যুবক যুবতীর, ভাইরাল ভিডিও -

তাদের ভিডিওর সাথেই স্ক্রিনের মধ্যে আসল গানটির ভিডিওটি চলছিল। যেকারণে দর্শকরা খুব সহজেই বুঝতে পেরেছেন তাদের কনটেন্ট। এরকম ডবল ভিডিও ব্যবহার করেছে মূলত বোঝানোর জন্য যে দুটো ভিন্ন দেশ হলেও তাদের ও বলিউডের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। ‘ভিনা ফ্যান’ (Vina Fan) নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

এখনও পর্যন্ত ৩৩ লাখের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। উল্লেখযোগ্য ভাবেই সকলে ব্যাপক পছন্দ করেছেন এই ভিডিও। ভিডিওটিতে দেখে প্রশংসায় মত্ত হয়েছেন নেটিজেনদের সকলে। সিনেমার এত জনপ্রিয়তার পাশাপাশি গান গুলিও যে মানুষ এত পছন্দ করেছেন তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, পাঠান সিনেমায় শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম (John Abraham) অভিনয় করেছিলেন।