Viral Video

নিজে হাতে এক চাকার E-Scooter বানিয়ে বিশ্ববাসীকে চমক দিলেন ভারতীয় যুবক, রইল ছবি

মাত্র একটা চাকার সাহায্যে বাইক কিংবা সাইকেল চালাতে পারবেন? এমন প্রশ্ন করলে না ছাড়া কোনো উত্তর বলতে পারবেন না কেউই। কিন্তু বিজ্ঞান ও মানুষের ইচ্ছা কার্যত সেটাও ভুল প্রমাণ করে দেখাচ্ছে। যে কারণেই এবার এক চাকার স্কুটার আবিষ্কার করে তাক লাগিয়ে দিলেন এক ব্যক্তি। অত্যাধুনিক এই আইডিয়া কিন্তু তৈরী করেছে ভারতেরই এক যুবক। যে ভিডিও ইতি মধ্যেই ব্যাপক ভাইরাল (Viral) হয়ে উঠেছে।

এই ব্যক্তি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে। কিভাবে সেই স্কুটারটি নির্মাণ করেছেন সেটাও দেখিয়েছেন। প্রথমে টিন কেটে স্কুটারের মুখের মতো প্যানেল তৈরী করা হয়। তারপরে করা হয় রংয়ের মতোই এক রকমের বস্তু। তবে সেগুলি দেওয়া হয় কোনো ধাতু যেন ঝড় কিংবা বৃষ্টিতে নষ্ট না হয়ে যায় সেই কারণে। তারপরে যদিও দেখা গেছে যে স্কুটারটি তৈরী হয়েছে তা হলুদ রঙের করা হয়েছে।

তারপরে ব্যাটারি ও কানেকশন সেটআপ করা হয়েছে। যেহেতু এই ই-স্কুটার একটি চাকায় চলবে তাই চাকাটি অপেক্ষাকৃত বড়ো। স্কুটারের মাঝে সেই চাকা রাখা হয়েছে। ব্যাটারি কানেকশন জুড়ে দিয়েই এই স্কুটারটিকে সম্পূর্ণ তৈরী করা হয়েছে। ব্যাস এবার রাস্তায় চালিয়ে দেখার পালা।

অবিশ্বাস্যভাবে সেই স্কুটার রাস্তায় চলেছে। ‘ক্রিয়েটিভ সাইন্স’ নামের এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ১ বছরের মধ্যে ৪.৫ কোটি ভিউজ ছাড়িয়ে গেছে। অতি অবশ্যই এই ভিডিওটি দেখুন।