VideoViral Video

Viral Video : অবিশ্বাস্য! বৃদ্ধ মানুষের ঘাড়ে শরীর দিয়ে পেঁচিয়ে ধরেছে বিশালাকার পাইথন, ভিডিও দেখে হাড় হিম নেটবাসীর

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল (Viral) হয়ে ওঠে বিভিন্ন সাপের ভিডিও। আগে হাড় হিম করা সাপের ভিডিও দেখতে চাইতেন না কেউ তবে সময়ের সাথেই এখন অভ্যস্ত হয়ে বিভিন্ন ভিডিও দেখেন সকলে। সম্প্রতি একটি ভয়ঙ্কর ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি বিশালাকৃতির পাইথন সাপ এক ব্যক্তিকে আক্রমণ করেছে।

ভাইরাল (Viral) হওয়া ভিডিওটি সত্যি অন্যরকম ও ভয়ঙ্কর। এক পাইথন সাপ (Python Snake) নিজের শরীরে সম্পূর্ণ পেঁচিয়ে ধরেছে ব্যক্তিটিকে। কি বিশ্বাস হচ্ছে না তাই তো? কারণ এই ধরণের ভিডিও সচরাচর সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না। তবে এই ভিডিও যে ঠিক কতটা ভয়ঙ্কর তা শুরুতেই বুঝতে পারছেন। ১২ ফুট বা তার থেকেও লম্বা পাইথন সাপটি কিভাবে সেই মানুষের ঘাড়ে পেচিয়ে উঠলো তা যদিও জানা যায়নি।

কারণ ভিডিও শুরুর প্রথম অবস্থা থেকেই দেখা যাচ্ছে সেই সাপ ব্যক্তির গলা চিপে ধরেছে। ব্যক্তি অনেক চেষ্টা করলেও ছাড়াতে পারে না। পাইথন সাপের শরীরের শক্তি বিশাল যে কারণে ব্যক্তি কোনোভাবেই তা ছাড়াতে পারেনি। একসময় মাটিতে লুটিয়ে পরে বৃদ্ধ। পাশের থেকে দুটি যুবক অনেক চেষ্টা করলেও কিছুতেই পারে না ছাড়াতে। কিন্তু কয়েক সেকেন্ড পরে ভিডিওটি শেষ হয়ে যায়।

official.reels. hindi‘ নামক ইনস্টাগ্রাম চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনো পর্যন্ত ১০ লক্ষের বেশি ভিউস ছাড়িয়ে গেছে ভিডিওতে। দেখে অনেকেই ব্যাপক ভয় পেয়েছেন এমন একটা ভিডিও। সেই ব্যক্তি আদেও বেঁচে আছে কি না তা কিন্তু জানা যায়নি। পাইথন সাপ এমনিতেই খুব ভয়ঙ্কর। মানুষকে পেঁচিয়ে ধরে শ্বাস রোধ করে মেরে ফেলতে পারে। তাই এই ধরনের ভয়ঙ্কর ভিডিও ছোটদের কোনো সময়ই দেখবেন না।