বয়স শুধু সংখ্যা মাত্র! সংসার সামলে খেলায় মেতেছেন একদল গৃহবধূ, ভাইরাল ভিডিও

ছোটবেলার খেলার কথা অনেকেই মনে করেন। জীবন ধীরে ধীরে বদলে গেলে খেলা ধুলার সাথে আর কোনোভাবেই যোগাযোগ রাখা হয় না। তবে বয়স বাড়লেও অনেকেই ফিরে যেতে চান নিজেদের সেই সুন্দর রঙীন শৈশবে। যেখানে কোনো চিন্তা ছিল না, ছিল শুধুই বন্ধুদের সাথে কাটানো মজাদার মুহুর্ত। এবার যে ভিডিও সামনে এসেছে তা সত্যি সবথেকে অন্যরকম ও আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
ভিডিওটি সবার থেকে আলাদা ও অন্যরকম। যেখানে দেখা গেছে কিছু মহিলাকে ছোটবেলার জনপ্রিয় খেলায় মেতে উঠতে। অনেকেই বিদ্যালয়ে স্পোর্টস কিংবা বিভিন্ন খেলা খেলেছেন। ঠিক সেইরকম একটি খেলার মুহূর্তই এবার ভাইরাল হয়েছে যেখানে গ্রামের গৃহবধুরা ছেলে বেলার খেলায় মেতে উঠেছেন। এত বয়সেও তাদের এই ছোটবেলার খেলা খেলতে দেখে সবাই চমকে গেছেন।
সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে জিলিপি। অন্যদিকে প্রতিযোগী সবার হাত বেঁধে দেওয়া হয়েছে। দৌড়ে এসে লাফিয়ে লাফিয়ে জিলিপি খেতে হবে। ছোটবেলার এমনই মজার খেলায় মেতে উঠেছেন সেই মহিলারা। বয়স যে তাদের কাছে মাত্র একটি সংখ্যা সেটা আবারো প্রমাণিত করে দিলেন সকলের সামনে। ‘Chekov jojo’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
তিন মাসের মধ্যে হাজার হাজার ভিউজ ছাড়িয়ে গেছে। প্রচুর লাইক ও কমেন্ট এসেছে তাদের সকলের উদ্দেশ্যে। লিখেছেন -‘খুব সুন্দর একটা ভিডিও’। আবার কেউ লিখেছেন -‘আমার ছোটবেলার বন্ধুদের সাথে সেসব খেলার মুহূর্ত গুলো চোখের সামনে ভাসছে’। দিনের শেষে কাজের পরে অবসর সময় এমন একটা ভিডিও চোখের সামনে আসলে নিশ্চয়ই আপনিও আপনার সেই শৈশব বেলায় একবার হলেও ফিরে যাবেন।