×
VideoViral Video

ব্যাকসিটে বসে আছেন ব্যক্তি, মেন রোডে ঝড়ের গতিতে ছুটছে বাইক, ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া

সার্কাসের মাধ্যমে আমরা সবাই বিভিন্ন রকম ভয়ঙ্কর খেলা দেখেছি। কোনো ব্যক্তি বাঘের সাথে খেলছে তো কেউ খেলছে হাতির সাথে। কেউ আবার শুন্যে ভেসে ডিগবাজি কাছে খুব সহজে। কিন্তু তাই বলে রাস্তার মাঝে এক ব্যক্তি এবার যে কান্ড ঘটালেন তা দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের। একটি হিরো স্প্লেন্ডার বাইকের পিছনে বসে আছেন উল্টো করে আর বাইক রাস্তার মাঝখান দিয়ে ছুটছে ঝড়ের গতিতে।

সেই ব্যক্তি ভিডিওটির শুরুর আগে থেকেই পিছনের সিটের একদম শেষে উল্টো হয়ে বসেছিলেন। আর সেই বাইক খুব জোরে রাস্তার ডান দিক ঘেঁষে ছুটে চলেছে। কার্যত সে বাইকের এক্সিলারেটার লক করে দিয়েছে। যে কারণে সে উল্টো হয়ে বসে থাকলেও খুব জোরে সেই বাইক চলছিলেন।

ব্যাকসিটে বসে আছেন ব্যক্তি, মেন রোডে ঝড়ের গতিতে ছুটছে বাইক, ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া -

কিছু সময় পর পর যদিও পিছন ঘুরে তিনি দেখছিলেন কোনো গাড়ি বা তার পথে কেউ চলে আসে কি না। তবে হেলমেট কিংবা শরীরে কোনোরকম গার্ড ছাড়া রাস্তার মাঝে এই ধরণের একটি মারাত্মক স্ট্যান্ট করা কি তার উচিত হয়েছে? যদিও সেই প্রশ্ন অনেকেই করেছেন এই ভিডিওর মাধ্যমে। সেই ব্যক্তিকে দেখে মনেই হবে প্রথমবার নয় জীবন ঝুঁকি নেওয়ার এই খেলা তিনি হামেশাই দেখিয়ে থাকেন।

‘memes_roast’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ২.৬ মিলিয়ন মানুষ দেখে নিয়েছেন সেই ভিডিও। সাথেই লাইক ও কমেন্ট এসেছেই। তবে এই ক্ষেত্রে কিছু মানুষ যেমন তাকে সাহসী বলেছেন। তেমনই বহু মানুষ তার সমালোচনা করেছেন জীবনের ঝুঁকি নিয়ে ক্ষণিক মুহূর্তের এই আনন্দের জন্য। আপনি ভিডিওটি দেখে অবশ্য নিজের মতো মতামত জানাতে পারবেন।