অবাক কাণ্ড! মুরগির তাড়া খেয়ে লেজ গুটিয়ে পালালো কুকুর, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল (Viral) হয় উঠছে বিভিন্ন লড়াইয়ের ভিডিও। মানুষের সাথে মানুষের লড়াই আজকের নয়। প্রথম বিশ্বযুদ্ধ থেকে স্বাধীনতার লড়াই সবকিছুতেই মানুষের যোগদান ছিল দেখার মতো। কিন্তু তা বলে সারমেয় ও মুরগির এই পর্যায়ের লড়াই হবে এটা হয়তো স্বপ্নেও ভাবেননি কেউ। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অহরহ দেখা যায় এই ধরণের বিভিন্ন নতুনত্ব ভিডিও। তাহলে আর দেরি কিসের দেখুন নতুনত্ব ও মজার এই লড়াইয়ের শেষে বিজয়ীর তকমা পেলো কে!
ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে রাস্তার মাঝে মুখোমুখি দাঁড়িয়ে আছে এক সারমেয় ও একটি মুরগি। দুজনের বেশ কিছু সময় ধরে লড়াই চলছে তা বলার অপেক্ষা রাখে না। বারংবার সারমেয়র মুখে গিয়ে আক্রমণ করে সেই মুরগি। সারমেয় কার্যত চেষ্টা চালিয়ে যাচ্ছে একবার যাতে সেই মুরগিকে নিজের মুখের মধ্যে ধরে নিতে পারে। তবে লড়াই কিন্তু বেশ লম্বা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
শেষ পর্যন্ত জিতলো কে জানেন? মুরগির আক্রমণের ভয়ে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালিয়ে গেছেন সেই সারমেয়। আর অনেকেই সেই মুহুর্ত দেখে কার্যত হেসে ফেলেছেন। কিন্তু নেটিজেনদের মধ্যে বেশিরভাগ মানুষ কার্যত ব্যাপক বিরোধিতা করেছেন এই ধরণের ভিডিওর কারণে। আশেপাশে সবাই ভিডিও বানাচ্ছে আর কনটেন্ট তৈরীর জন্য দুটি নিরীহ প্রাণীকে লড়াইয়ে মত্ত করানো হয়েছে যা খুবই খারাপ ও নিন্দা করেছেন সকলে।
‘animal_lover_waged’ নামের একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। হাজার হাজার ভিউজ সাথেই কয়েক সেকেন্ডের এই ভিডিও পেয়েছে পর্যাপ্ত লাইক ও নেটিজেনদের কমেন্ট। এই ধরণের ভিডিও না বানানোর উপদেশই দিয়েছেন সকল মানুষ। দেখুন প্রাণীদের লড়াইয়ের এই ভিডিও আর কমেন্ট করে জানান কেমন লাগলো আপনার এই লড়াই।