×
OffbeatVideoViral Video

Viral Video: বৃষ্টির মধ্যে একটি ছাতা শেয়ার করে রাস্তায় হাঁটছে ৬ জন বাচ্চা, ভিডিও দেখে নস্টালজিক নেটিজেনরা

Viral Video: আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে নানান ভিডিওই ভাইরাল (Viral) হয়। আর যা মন ছুঁয়ে যায় দর্শকদের। এমনকি অনেক ভিডিওই আছে যা দেখে রীতিমতো চোখে জলও আসে। তেমনই সম্প্রতি একটি ভিডিও দেখে হইচই পড়ে গিয়েছে নেট মাধ্যমে। যেখানে প্রায় ছয়টি বাচ্চাকে বৃষ্টির মধ্যে একটি ছাতার নীচে করে একসঙ্গে যেতে দেখা যাচ্ছে।

ভিডিওটি টুইটারে এতটাই ভাইরাল (Viral) হয়েছে যে মানুষজন রীতিমতো তাদের পুরোনো স্মৃতি মনে করছে। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) র অফিসার অবনীশ শরণ ভিডিওটি শেয়ার করেছেন। বাচ্চারা একে অপরের সঙ্গে ছাতার মধ্যে ফিট করার চেষ্টা করছিল। তাদের কারোর পিঠে ব্যাগ আবার কারোর হাতে স্লেট।

ADVERTISEMENT

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তারা যেভাবে একে অপরের সঙ্গে হেঁটে চলেছে তা সত্যিই মন ছুঁয়েছে সকলের। আমরা সকলেই বাংলায় একটা প্রবাদ বাক্য শুনেছি। ‛যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন’। আজ সেই কথাটিরই জলজ্যান্ত প্রমান মিললো এই ভিডিওর (Video) মধ্যে দিয়ে।

ADVERTISEMENT

Related Articles