অবিকল মানুষের মতো সাদা টিয়ার সাথে কথা বলছে সবুজ টিয়া, তুমুল ভাইরাল ভিডিও

টিয়া (Parrot) পাখি খুব সুন্দর ও দুর্দান্ত একটি পাখি। এই পাখিটিকেই সবথেকে বেশি বাড়িতে পোষ মানাতে পছন্দ করে পাখি প্রেমিকেরা। সম্পূর্ণ মানুষের মতো কথা বলতে পারে টিয়া। সোশ্যাল মিডিয়াতে এখন টিয়া পাখির বিভিন্ন ভিডিও ভাইরাল (Viral) হতে দেখা যায়। তবে আবারো একবার দুটি টিয়ার মধ্যে সম্পূর্ণ মানুষের মতোই কথোপকথনের ভিডিও হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল (Viral)।
ভিডিওর শুরুতেই দেখা যায় দুটি টিয়া ঘরের মধ্যে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। একটি টিয়া সামনে দাঁড়ানো অন্য একটি টিয়াকে মানুষের মতো করেই কথা বলছে। বিশ্বাস না হলেও কার্যত এমনটাই ঘটেছে ভিডিওতে। খুনসুটি ও প্রেম ধরা পরেছে এই ভিডিওর মাধ্যমেই। আপনাদের জানিয়ে রাখি ভিডিওতে সবুজ ও ধূসর রঙের দুটি টিয়া পাখি দেখা গেছে। সবুজ টিয়াটি ইন্ডিয়ান রিংনেট।
তবে ধূসর ও সাদা রঙের টিয়াটি কিন্তু আফ্রিকার কঙ্গো অববাহিকায় দেখা যায় যার নাম গ্রে প্যারট। এখন বিভিন্ন মানুষ এই টিয়াকে বাড়িতে পোষ মানান। মানুষের মতোই তাদের নিজেদের ভাষার কথোপকথন কার্যত নেটিজেনদের মন গলাতে বাধ্য। ‘Parrot Paradise’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল দুই বছর আগে।
এখনও পর্যন্ত ২৫ মিলিয়নের বেশি মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথে কেউ লিখেছেন -‘অসাধারণ’। তো দ্বিতীয়ন লিখেছেন -‘টিয়া পাখিদের কথা বলার ভিডিও সবসময়ই খুব ভালোলাগে’। অনেকেই খাঁচার মধ্যে নয় বরং নিজের ঘরে খোলা রেখে টিয়া পাখি দুটিকে পুষছে সেই কারণে তার মালিককের অভুত প্রশংসা করেছেন নেটিজেনরা।