Viral : শাড়ির ফাঁকে উন্মুক্ত নাভি! মেট্রো স্টেশনে ভোজপুরি গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

দিল্লির (Delhi) মেট্রো স্টেশনে ভোজপুরী গানের তালে ঠুমকা লাগালেন এক যুবতী। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও। সোশ্যাল মিডিয়ার দৌলতে কত কিছুই না ভাইরাল হয়। আজকালকার দিনে সাধারণ মানুষ হোক বা সেলিব্রেটি সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমেই মানুষ তাঁদের লুকানো প্রতিভাকে তুলে ধরে বিশ্বের দরবারে। সারাদিনের ক্লান্তির পর রিফ্রেশমেন্টই বলুন বা বিনোদন মানুষ হাত ধরে সোশ্যাল মিডিয়ার।
আর তাই ৮ থেকে ৮০ সোশ্যাল মিডিয়া সকলে ভালোবাসি এটাই এখন মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। সকলেই আজ নিজের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন। সম্প্রতি এক যুবতীও তেমনটাই করলেন। দিল্লির মেট্রো স্টেশনে দাঁড়িয়ে ভোজপুরী গানের তালে নেচে তাক লাগালেন ওই যুবতী। প্রায় সময়ই দিল্লির মেট্রোতে এমন কিছু না কিছু ঘটনা ঘটে থাকে। আর যা আপনাকে নিমেষেই অবাক করবে।
ভাইরাল ওই যুবতীর পরণে রয়েছে কমলা রঙের শাড়ি। দুহাত ভর্তি চুড়ি ও গলায় নেকলেস। একেবারে নতুন বউয়ের লুকে ধরা দিয়েছেন ওই যুবতী। তাকে দেখেই মনে হচ্ছে সে একেবারে কুল। আর তাইতো কোনো ভয়-ডর না পেয়েই নিজের মনে সে নেচে চলেছেন। অবনিকারিশ (Avnikarish) নামের এক যুবতীর ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেল থেকে ভিডিওটি (Video) ভাইরাল হয়েছে। ভিডিও শেয়ার করে ওই যুবতী ক্যাপশনে লিখেছেন যে, ‛জীবনে অন্তত এইটুকু আত্মবিশ্বাস থাকা কিন্তু জরুরি ছিল’।
Watch Full Viral Video
Ok
View this post on Instagram
ইতিমধ্যেই প্রায় ২ লক্ষের কাছাকাছি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন প্রায় ১৩ হাজারের কাছাকাছি মানুষ। অনেকেই আবার কমেন্ট করে ওই যুবতীর নাচের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন যে, ‛সুন্দর’। আবার কেউ লিখেছেন ‛সুপার্ব’। আবার কেউ হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট বক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) এই যুবতীর নাচের (Dance) ভিডিও (Video)।