অবিশ্বাস্য! বিশালাকার পাইথনের পেট কাটতেই বেরিয়ে এলো মস্ত বড় কুমির, রাতারাতি ভাইরাল ভিডিও

দিনে দুপুরে সোশ্যাল মিডিয়াতে সাপেদের ভিডিও দেখা যায়। এখন হাজার হাজার ভিডিও মুহূর্তেই আমাদের সামনে চলে আসে। সাপ দেখলে নেটিজেনদের ভয় লাগে অবশ্যই। কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। যে কারণে এবার সাপের এমন এক ভয়ঙ্কর ও অন্যরকম দৃশ্য সামনে আসলো যা দেখে চোখ কপালে উঠবে আপনার।
দেখা গেল একটি পাইথন সাপের পেট সম্পূর্ণ ফুলে উঠেছে। সাপটি যদিও মারা গেছে। তবে দেখে বোঝাই যাচ্ছে এমন কিছু খেয়ে ফেলেছে যার জন্য এই পরিণতি। একদমই নড়াচড়া করার উপায় ছিল না তাঁর। তার পরেই সাপটির পেট কাঁটা হয় আর তারপরে যা দেখে চক্ষু চরকগাছ হয়ে যায় নেটিজেনদের।
দেখলে রীতিমতো চমকে যাবেন যে ১৮ ফুট দীর্ঘ লম্বা অজগরটির পেট কেটে ৫ ফুটের মতন লম্বা এলিগেটর বের করেছেন একদল পর্যবেক্ষক। এই অজগরটির পেট কাঁটার সাথে সাথেই বেরিয়ে আসে গোটা এলিগেটর। এই ভিডিও দেখে রীতিমতো হাঁ হয়ে গেছে সাধারণ মানুষ। ‘rosiekmoore’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
কয়েক মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে আপাতত এই ভিডিওতে। আপনাদের জানিয়ে রাখি সাউথ ফ্লোরিডা থেকে এই সাপটিকে উদ্ধার করা হয়েছিল। তারপরেই একদল পর্যবেক্ষক এই সাপটিকে কেঁটে পরীক্ষা করেন। অনেকেই ভয়ানক আখ্যা দিয়েছেন এই ভিডিও দেখে। যদিও আপনার হাড়হিম করে দেবে কয়েক সেকেন্ডের এই ভিডিও।