×
OffbeatVideoViral Video

পরনে শাড়ি ব্লাউজ, গ্রাম্য পরিবেশে ‘টাপা টিনি’ গানে দুর্দান্ত ডান্স পারফরম্যান্স ৪ সুন্দরী কন্যার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

Tapa Tini Dance Cover By Four Beautiful Girl: এক নয় এবার চার চারটি সুন্দরী রমণীর প্রতিভা ফুটে উঠেছে এক ভিডিওতে। সাধারণত সোশ্যাল মিডিয়াতে সচরাচর একজনের নাচ কিংবা গান দেখা যায়। একের অধিক একসাথে দেখা গেলেও বিভিন্ন ক্ষেত্রে তা দর্শকদের পছন্দ হয় আবার কখনো পছন্দ হয় না বলাও যায়। কিন্তু আজ আপনাদের জন্য যে নাচের ভিডিও নিয়ে হাজির হয়েছি তা পছন্দ হতে বাধ্য। কারণ চারজন সুন্দরী যুবতী একসাথে দুর্দান্ত নাচ করেছে।

পরনে শাড়ি ব্লাউজ, গ্রাম্য পরিবেশে ‘টাপা টিনি' গানে দুর্দান্ত ডান্স পারফরম্যান্স ৪ সুন্দরী কন্যার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড় -

পায়েল, অনুষ্কা, অনুশ্রী ও প্রিয়া নামের সুন্দরী চার যুবতী খোলামেলা পরিবেশে নাচ করেছে। বিখ্যাত কিছুদিন আগেই রিলিজ করা ‘বেলাশুরু’ সিনেমার ‘টাপা টিনি’ (Tapa Tini) গানে নাচ করেছে তারা। পরনে তাদের হলুদ শাড়ি ও লাল ব্লাউজ। তবে তারা সেজেছে সম্পূর্ণ সাঁওতালি মহিলাদের বেশে। বাঁধা চুলে গুজেছে ফুল, মুখে মেকআপ ও তারা শাড়ি পরেছে বেশ খানিকটা গোড়ালি থেকে উঁচুতে। সাথেই তাদের এমন পরিণত নাচ যা অজান্তেই মন কেড়ে নেবে নেটিজেনদের।

১ মাস আগে ‘ডায়নামিক ডান্স একাডেমির’ পক্ষ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ১ লাখ ১০ হাজার মানুষ দেখে নিয়েছে। চার সুন্দরীর এই নাচ দর্শকদের পছন্দ হতে বেশি সময় লাগেনি। মানুষ লাইক ও কমেন্ট করে ভালোবাসা দেখিয়েছে তাদের প্রতি। এবার আপনিও তাড়াতাড়ি এই ভিডিওটি দেখে নিন এবং দুর্দান্ত এই নাচ আপনার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।