×
Viral Video

সুন্দরবনে দেখা গেল বিরল প্রজাতির উড়ন্ত সাপ, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

যত দিন যাচ্ছে ততই যেন পৃথিবীর প্রান্ত থেকে শোনা যাচ্ছে বিভিন্ন আশ্চর্য ঘটনা। পৃথিবীতে ঘটে যাওয়া এই আশ্চর্য ঘটনাগুলি প্রতিনিয়তই অবাক করছে আমাদের। সম্প্রতি শোনা যাচ্ছে যে, সুন্দর বনের এক গভীর জঙ্গল থেকে এক উড়ন্ত সাপ উদ্ধার হয়েছে। অনেকেই ভাবছেন যে, এই উড়ন্ত সাপ আবার কি? এমন সাপ আবার হয় নাকি? তাহলে জেনেরাখুন যে হয় বৈকি।

জানা গিয়েছে সাপটির নাম ফ্লায়িং স্নেক। সাপটিকে নাকি অসাধারণ সুন্দর দেখতে। আর সেই সুন্দর সাপটিকেই খুঁজে পাওয়া গেল সুন্দরবনের জঙ্গল থেকে। সূত্রের খবর এই উড়ন্ত সাপের প্রজাতি গোটা বিশ্বে মাত্র পাঁচটি দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটি ইন্দোনেশিয়ার অত্যন্ত গভীর জঙ্গল থেকে কয়েকদিন আগেই উদ্ধার করা হয়েছে।

ADVERTISEMENT

আমরা জানি সুন্দরবন মানেই নানা রকম পশু-পাখিদের মেলা। কখনও ডাঙায় বা কখনও স্থলে আমরা এদেরকে দেখতে পাই। কিন্তু আজকাল এত পরিমানে ঘরবাড়ি তৈরি হচ্ছে যার ফলে বন্য জীবন প্রায় বিপযস্ত হতে চলেছে। তবে তাঁর মাঝেও এমন এক বিরল প্রজাতির সাপের দেখা মিলছে আমাদের পশ্চিমবঙ্গে তা সত্যিই আনন্দের বিষয়।

তবে, ছোট থেকেই আমরা সাপকে সরীসৃপ প্রাণী হিসেবে জানি। এখানে সেখানে বুকে হেঁটেই সাপকে আমরা চলতে দেখি। তবে, এমন এক সাপের সন্ধান মিলেছে যা বুকে হেঁটে নয় এক গাছ থেকে অন্যগাছে লাফিয়ে চলে বেড়ায়। আর এমন এক অদ্ভুত ঘটনা তা তো ভাইরাল হওয়ায়ই বিষয়। সম্প্রতি তাই এই উড়ন্ত সাপের ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles