একটি সাপকে গিলে খাচ্ছে আরেক বিষধর সাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
পৃথিবীতে হাজারও এমন ঘটনা আছে যা দেখলে বা শুনলে আমরা কখনও আনন্দ পাই অবাক কখনও কষ্ট পাই। তবে, এটি এমন একটি ভিডিও যা দেখেই রীতিমত চক্ষু চড়ক গাছ সবার।
বিষহীন ভয়ঙ্কর সাপেদের মধ্যে কিংফিস অন্যতম। বিষহীন সত্বেও এই সাপেদের ভয়ঙ্কর বলা হয় কারণ এদের নিজেদের বিষ না থাকলেও এরা অন্যান্য বিষ যুক্ত সাপেদের খেয়েই খাবারের চাহিদা মেটায়। আর এই জন্যই এদের নাম কিং।
কিং কোবরাও ঠিক এই একই কারণে কিং উপাধি টা অর্জন করেছে। কিং ফিস আর কিং কোবরা কিন্তু দুটি সম্পূর্ণ আলাদা প্রজাতির সাপ। কিং কোবরা আমাদের ভারত উপসাগরের বিষাক্ত সাপ। আর কিং ফিস আমেরিকার এক ধরনের মাঝারি সাপ।
কিং সাপ তাদের চমৎকার গড়নের জন্য সুপরিচিত। লম্বায় এরা ২ থেকে ৬ ফুট পর্যন্ত হয়ে থাকে। কিং স্নেককে অনেক সময় চেঞ্জ স্নেক ও বলা হয়ে থাকে। কিং সাপ সাধারণত নিশাচর হয়। সেই কারণে এরা রাতেই শিকার করে। এদের পছন্দের খাবার হল অন্যান্য সাপ। এদের বিষ অন্যান্য সাপেদের কাছে মরনঘাতি হলেও মানুষের কোন ক্ষতিই করতে পারে না।
অন্যান্য সাপ ভক্ষণের পাশাপশি এই কিং সাপ পাখি, পাখির ডিম, গিরগিটি জাতীয় প্রাণী ভক্ষণ করে থাকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা কিং সাপ অন্য বিষাক্ত সাপকে খেয়ে নিচ্ছে।
নিজেকে বাঁচিয়ে রাখতে একটি সাপও যে তার প্রজাতির একটি সাপকে ভক্ষণ করতে পারে তা প্রমাণ করে এই ভিডিওটি। সুতরাং বোঝা যায় যে, অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই সবার মধ্যেই আছে সে মানুষ হোক অথবা প্রাণী।