×
Viral Video

ভয়ঙ্কর সিংহের সাথে লড়াই করে বন্ধুকে বাঁচাল জেব্রা, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

কথায় বলে মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। তেমনই এক পশুও যে অন্য পশুর শত্রু তা এই ভিডিওতে প্রকাশ পেল। পাশাপাশি আবার বন্ধুত্বের প্রকাশ পেল এই ভিডিওতে। তাঁরা নিজের প্রাণ বিসর্জন দিয়ে হলেও রক্ষা করে তার বন্ধুকে। পৃথিবীতে হাজারও এমন ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই যা দেখার পর আমরা রীতিমত অবাক হয়ে যাই। ভাবি এও কি করে সম্ভব? কিন্তু, পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। আর তাই এইসব ঘটনাগুলিও সম্ভব। নিজের চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না। কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাঁদের আর এর সত্যতার ব্যাপারে জানাতে হয় না।

তবে, আমাদের চারপাশে ঘটা ঘটনাগুলি আমাদের যেমন কখনও ভীষণ আনন্দ দেয় তেমনই ঘটনাগুলি কখনও আবার দুঃখও দেয়। তবে, এই ভিডিওটিতে এমন দৃশ্য দেখানো হয়েছে যে, যা দেখেই রীতিমত আপনি অবাক হবেন।

ADVERTISEMENT

সম্প্রতি কয়েকমাস আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে যে, সিংহ কিভাবে জেব্রাকে আক্রমণ করছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি সিংহ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে পাশে ওই জঙ্গলে থাকা জেব্রার দিকে তাক করতে থাকে।

এরপর দেখা যাচ্ছে যে, সিংহটি সেখানে থাকা অনেকগুলি জেব্রার মধ্যে থেকে একটি জেব্রার পিছনে তাড়া করে। এবং অবশেষে জেব্রাটিকে ধরে ফেলে। কিন্তু জেব্রাটি বারবার তার পা দিয়ে লাথি মারা সত্বেই সিংহটি তাকে ছাড়েনা। কিন্তু শেষমেশ দেখা যায় অন্য আরেকটি জেব্রা যে, ফিরে গিয়েছিল সে ফেরত আসে তাঁর বন্ধুকে বাঁচানোর জন্য। সে বুঝতে পারে যে, এই শত্রুটি অর্থাৎ সিংহটি খুবই ভয়ঙ্কর। কিন্তু বন্ধুকে বাঁচানোই তাঁর কাছে প্রধান লক্ষ। আর তাই সে নিজের কথা না ভেবে শত্রুর উপর ঝাপিয়ে পড়ে বন্ধুকে বাঁচানোর জন্য।

অবশেষে দেখা যায়, জেব্রাটি ওই সিংহটির হাত থেকে তার বন্ধু জেব্রাকে বাঁচিয়ে আনে। জেব্রার ওই শক্তিশালী লাথি সটান গিয়ে সিংহের মুখে লাগে। যারফলে সিংহ জেব্রাটিকে ছেড়ে দিতে বাধ্য হয়। আর ততক্ষনাতই জেব্রা দুটি সেখান থেকে পালিয়ে যায়। সিংহীটি সেইমুহূর্তে হতচকিয়ে যায়। এবং সে বিশ্বাস করতে পারেনা যে সে হেরে গেছে।

এইভাবেই একটি সিংহীর হাত থেকে জেব্রাটি রক্ষা পায়। এই ভিডিওটি থেকে স্পষ্ট যে, নিজেকে বাঁচতে প্রতিনিয়তই অন্যের সঙ্গে লড়াই করতে হয় তা শুধুমাত্র মানব জাতিতে নয় সব প্রজাতির ক্ষেত্রেই আছে।

ADVERTISEMENT

Related Articles