Advertisement
VideoViral Video

কনের বাড়ি থেকে ‘পণ’ হিসেবে বাইক চাওয়ায় বিয়ের মন্ডপে ছেলেকে জুতোপেটা করলেন বাবা, ভিডিও দেখে খুশি নেটিজেনরা

Advertisement
Advertisements

বিয়ের মণ্ডপেই হবু বরকে জুতোপেটা করলো তারই বাবা! মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। কিন্তু কেন করলো সেই নিয়ে সবার মনেই রয়েছে কৌতূহল। ‛পণ’ (Dowry) কথাটির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। তবে, আগেকারদিনে এই কথাটি বেশি ব্যবহার করা হতো। বেশিরভাগ সময়ই শোনা যেত যে, ছেলেপক্ষ এই এই পন চেয়েছেন। আর যা মেয়ের বাবা দিতে না পারায় সেই বিয়ে ভেঙে গিয়েছে।

একটাসময় এমন ছিল যে, নিম্মবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়েদের কিভাবে বিয়ে হবে সেই নিয়ে চিন্তায় থাকতেন পরিবারের লোকজন। কেউ হাজার হাজার টাকা আবার কেউ গাড়ি এসবই দাবি করে বসতেন। আর এসব জোগাড় করতে গিয়ে মেয়ের বাবার কালঘাম ছুটতো। এমনকি কোনোসময় তো আবার মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাবাকে তার শেষ সম্বল বাড়ি অথবা জমিও বেচে দিতে হত।

Advertisements

কিন্তু এখন যুগ পাল্টেছে। সকলেই শিক্ষিত হয়েছে। যুগের সঙ্গে সঙ্গে বদলেছে মানুষের মন-মানসিকতার ধরণ। আর তাইতো এখন ‛পণ’ (Dowry) বিষয়টি উঠে গেছে বললেই চলে। কিন্তু তারই মাঝে আবার কখনও কখনও নিকৃষ্ট মনের পরিচয় মেলে। সম্প্রতি তেমনই একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে যে, বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আছে বর-কনে। কিন্তু হঠাৎ করেই এক বয়স্ক লোক বরকে জুতোপেটা করছেন

Advertisements

কিন্তু কারণ কি? আসলে ওই বয়স্ক লোকটি বরের বাবা। পাত্র নাকি পন হিসেবে কনের বাবার কাছে একটি মোটর বাইক চেয়েছেন। আর যা কিনা প্রথমে অজানা ছিল ওই ব্যক্তির। আর তাই তিনি বিষয়টি জানতে পারা মাত্রই ভরা মণ্ডপে ছেলেকে শিক্ষা দিচ্ছেন। এমনকি এও বলেছেন যে, ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে বৌমাকে অত্যাচার করলে তিনি বৌমার পাশে থাকবেন। স্বভাবতই এই ভিডিওটি ব্যাপকভাবে নজরে এসেছে নেটিজেনদের।

এই ভিডিওর (Video) মধ্যে দিয়ে সমাজের দুরকম মনের মানসিকতার মানুষের রূপ দেখা গিয়েছে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) এই ভিডিওটি।