×
OffbeatVideoViral Video

VIDEO: গাছের ওপর দু-পা তুলে শুঁড় দিয়ে কাঁঠাল পাড়লো হাতি, গজরাজের বুদ্ধি দেখে তাজ্জব নেটদুনিয়া

Viral Video Of Elephant: শরীর এত বড় সে কারণে মাথায় বুদ্ধি কম এমন খোটা কিন্তু হাতিকে (Elephant) নিয়ে বহুবার শুনতে পাওয়া যায়। পশু হিসাবে সবার কাছে তার কদর বেশ কিছুটা নিচের দিকে। কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতে তার বুদ্ধি দেখে নেহাতই কেউ তাকে আর কিছু বলার সাহস করবে। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু তার টুইটার (Twitter) হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করেছিলেন।

ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাছে প্রচুর কাঁঠাল হয়েছে। আর হাতি মশাই পাকা কাঁঠাল খেতে বদ্ধ পরিকর। সেই গাছ থেকেই এবার হাতিকে কাঁঠাল পাড়তে দেখা গেল। প্রথমে গাছটা খুব জোরে জোরে নাড়াতে দেখা গেল। তবে কোনো মতেই রসালো কাঁঠাল মাটির দিকে আসলো না। কয়েক সেকেন্ড চেষ্টা করার পরে হাতিটি বুঝতে পারলো এই চেষ্টায় সফল হওয়া কিছুতেই সম্ভব নয়। সেই কারনে সে নিজের সামনের দুটি পা গাছের উপরে তুলে দিয়ে নিজের শুঁড় ব্যবহার করে কাঁঠালের সেই গোছা এক টানে নামিয়ে নিয়ে আসে।

আর হাতির এই বুদ্ধিমত্তার সাথে কাজ করার ভিডিও দেখে খুশি হয়েছেন নেটিজেনরা। দুর্দান্ত এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।  যার ফলে কয়েক সেকেন্ডের এই ভিডিও ক্লিপ এখনও পর্যন্ত ১ লক্ষ ৯৩ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। সুপ্রিয়া দেবী ক্যাপশনে লিখেছেন -‘মানুষের কাছে যেমন আমের কদর আছে, তেমনই হাতির কাছে কাঁঠালের কদর আছে। কাঁঠাল পেড়ে আনতে সে বদ্ধপরিকর। তাই হাতির সাফল্যে সব দর্শক হাততালি দিয়ে যেভাবে হাতিকে অভিবাদন জানালেন, তা সত্যি মন ভরিয়ে দেয়।’ আপনিও দেখুন এই ভিডিওটি আর উপভোগ করুন।