Viral: চিতাবাঘের হাত থেকে বাঁদর ছানাকে বাঁচাল হাতি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

হাতি গভীর বনের মধ্যে হনুমান কে মৃত্যু মুখ থেকে বাঁচিয়ে এনেছে। এমন সংবাদের টাইটেল দেখলে যে কেউ বিশ্বাস করবে না। কিন্তু না আদতে এমনটাই দেখা গেছে এক ভিডিওতে। যেখানে বাঘের মুখ থেকে এক বাচ্চা হনুমান কে বাঁচিয়েছে এক পূর্ণ বয়স্ক হাতি।
ভিডিওর শুরুতেই বনের মধ্যে অনেক গুলি হনুমান একসাথে খেলা করছিলো। এক গাছ থেকে অন্য গাছে তাদের খেলা লেগেই আছে। ছুপিসারে একটি বাঘ গাছের উপরে উঠে চুপ করে বসে থাকে হনুমান শিকারের খোঁজে। তবে হনুমানরা আন্দাজ করতে পেরেছিলো এমন কিছু একটা হবে।
এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপ দেওয়ার সময়ই ছোট এক হনুমানকে ধরে ফেলে বাঘটি। ব্যাস গাছ থেকে নেমে এসে সে পালিয়ে যেতেই যাচ্ছিলো। এমন সময়ই দূর থেকে এই পুরো ব্যাপার দেখতে পাই একটি হাতি। দৌড়ে সে বাঘের কাছে আসে। ভয়ে হনুমান ছানাকে মুখ থেকে ফেলে সে নিজে পালিয়ে যায়।
তারপরে সেই হনুমানের মাকে তার সন্তানকে কাছে পেয়ে আদর করতে দেখা যায়। যে ভিডিও হয়ে ওঠে ব্যাপক ভাইরাল। ‘Wild Animals Things’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এরমধ্যেই হাজার হাজার ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই সবাই কার্যত হাতির অভুতপূর্ণ প্রশংসা করেছে। বনে বাঘ থাকলেও হাতি যে সবার থেকে শ্রেষ্ঠ সে কথা বলেছেন অনেকেই। সুন্দর এই ভিডিওটি কার্যত না দেখলেই মিস করবেন।