প্রকান্ড হাতির সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে গন্ডার, তুমুল ভাইরাল ভিডিও
পৃথিবীতে হাজারও এমন ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই যা দেখার পর আমরা অবাক হয়ে যাই। ভাবি এও কি করে সম্ভব? কিন্তু, পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। আর তাই এইসব ঘটনাগুলিও সম্ভব। নিজের চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না। কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাঁদের আর এর সত্যতার ব্যাপারে জানাতে হয় না।
তবে, আমাদের চারপাশে ঘটা ঘটনাগুলি আমাদের যেমন কখনও আনন্দ দেয় তেমনই ঘটনাগুলি কখনও আবার দুঃখও দেয়। তবে, এই ভিডিওটিতে এমন দৃশ্য দেখানো হয়েছে যে, যা দেখেই রীতিমত আপনি অবাক হবেন।
সম্প্রতি কয়েকবছর আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে যে, একটি হাতির সঙ্গে একটি রাইনোর সত্যিকারের লড়াই চলছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি জঙ্গলের ভিতর দিয়ে একটি হাতি হেঁটে যাচ্ছিল। হটাৎই সে ওই জঙ্গলের মধ্যে একটি রাইনোকে দেখতে পায়। আর তারপর সে তৎক্ষনাত তার দিকে এগিয়ে যেতে গিয়েও পিছিয়ে আসে।
তারপর দেখা যায় যে, রাইনোটি জঙ্গলের ভিতর খাবার খাচ্ছিল হটাৎই দুটি হাতি সেখানে এসে উপস্থিত হন। এবং দুটি হাতির মধ্যে একটি হাতি তাঁর শুর দিয়ে রাইনোটির উপর আক্রমণ করে। এরপর রাইনোটি যত পিছতে থাকে হাতি ততই রাইনোটির দিয়ে এগিয়ে যায় এবং শুর দিয়ে তাঁকে ছোটখাটো আঘাত করতেই থাকে। এরপর শুরু হয় তাঁদের মধ্যে লড়াই। হাতিটি তার শুর ও দাঁত দিয়ে বারবার আঘাত হানতে থাকে রাইনোর উপর। এরপর অবশেষে সেই রাইনোটি এবং সেখানে থাকা আরও কয়েকটি রাইনো জঙ্গলের ভিতর চলে গেল।
হাতি এখানে দেখাতে চাইছে যে, কে জঙ্গলের বস। আর সেই কারণেই সে এতটা ক্ষিপ্ত হয়ে রাইনোর উপর আক্রমণ করছিল। নিজের জায়গা বজায় রাখতে মানুষ হোক বা প্রাণী সকলেই যে বেশ শক্ত তা এই ভিডিওটি প্রমান করল। রাইনোটিও নিজেকে রক্ষা করতে হাতির উপর চড়াও হয়েছিল কিন্তু হাতির সাথে পেরে উঠেনি।