Viral VideoVideo

মনের আনন্দে মাঠের মধ্যে ফুটবল খেলছে হাতি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisement

বেবি এলিজাবেথ -র প্রথম জন্মদিন বলে কথা। না না ইংল্যান্ডের রানীর কথা নয় এ হলো ছোট হস্তী শাবক সবার প্রিয় এলিজাবেথ। মাত্র এক বছর বয়সী এই ছোট হাতি ধীরে ধীরে বড়ো হয়ে উঠছে আর তার সুন্দর এই ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবের মাধ্যমে। এ দেশে নয় বরং লন্ডনের ‘ জুলোজিক্যাল সোসাইটি অফ লন্ডনের’ তরফ থেকে সেই ভিডিও সামনে এসেছিলো। যদিও আপনাদের জানিয়ে রাখি ভিডিওটি বেশ কিছু বছরের পুরোনো।

মনের আনন্দে মাঠের মধ্যে ফুটবল খেলছে হাতি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

ভিডিওর শুরুতেই, কার্যত বেশ কয়েকটি হাতিকে দেখা গেল নিজেদের মতো সময় কাটাতে। তার মধ্যেই একটি বাচ্চা হাতি আছে যার কথা প্রতিবেদনের শুরুতেই বলা হলো। সেই হস্তী শাবকের এক বছরের জন্মদিন পালন করা হচ্ছে। কেক কেটে কিংবা পার্টি করে মানুষের জন্মদিন পালন হলেও হাতির জন্মদিন পালন হলো খেলার মধ্যে দিয়েই।

মনের আনন্দে মাঠের মধ্যে ফুটবল খেলছে হাতি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

একটি বল পায়ে নিয়ে ক্রমাগত দৌড়ে চলেছে এলিজাবেথ। তার ড্রিবলিং স্টাইল দেখে বিস্মিত সকলে। এর আগেও হাতিদের বিভিন্ন ভিডিও দেখা গেলেও এই ভিডিওটি মন ছুঁয়েছে এলিজাবেথের কারণেই। ক্ষুদে হাতির প্রেমে ইতিমধ্যেই লুটোপুটি খাচ্ছেন সকলে। ‘ZSL- Zoological Society of London’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

পাঁচ বছর পুরোনো এই ভিডিওতে এখনও পর্যন্ত ১.২ লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই ছোট্ট হাতিকে সবাই তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল। বর্তমানে এলিজাবেথ অনেকটাই বড়ো হয়ে গেছে সেই কথাও জানিয়েছেন নেটিজেনরা। দেখুন এই দুর্দান্ত ভিডিওটি আর কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।