VideoViral Video

অবিশ্বাস্য! লোকালয়ে ঢুকে তুমুল তাণ্ডব হাতির, দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর

Advertisement
Advertisements

কথায় আছে প্রকৃতি ও পশু ক্ষেপে গেলে সব শেষ। প্রকৃতির শক্তি সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু পশু ক্ষেপে গেলে কি হতে পারে জানেন তো। তাও যদি আবার হয় হাতি তাহলেই তো হয়েছে। তবে এবার যেমন ভাবা ঠিক তেমন কাজ। হাতির তান্ডবের একটি ভিডিও হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল (Viral)। পশুদের মধ্যে সবথেকে বড়ো হাতি (Elephant)। কিন্তু এমনিতে খুবই শান্ত। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও দেখে যদিও সম্পূর্ণ উল্টোটাই মনে হবে।

অবিশ্বাস্য! লোকালয়ে ঢুকে তুমুল তাণ্ডব হাতির, দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর

ভিডিওতে দেখা যাচ্ছে, লোকালয়ে ঢুকে পড়েছে একটি হাতি। বোঝাই যাচ্ছে সে খুবই রেগে আছে। সামনে মানুষ থেকে গাড়ি, দোকান সব কিছুই যেন পিষে দেবে সে। প্রথমে এক ব্যক্তি পালিয়ে কোনোরকমভাবে প্রাণে বাঁচলেন। এর পরে বাজারের মধ্যে দিয়ে আবার খানিক এগিয়ে গেল। যারা দেখতে পেয়েছেন সকলেই পালিয়ে নিজের প্রাণ রক্ষা করেছেন।

এবার হঠাৎ সে একটি দোকানের মধ্যে ঢুকে যায়। কার্যত আশেপাশের মানুষ চিল্লাতে শুরু করে। সেই দোকানে বেশ কয়েকজন মানুষ ছিলেন। যদিও দৌড়ে এদিকওদিক পালিয়ে যেতে থাকে। আর এই সব ঘটনার ভিডিও করেন এক জৈনক ব্যক্তি। ‘Ilhanatalay‘ নামের এক ইনস্টাগ্রাম (Instagram) একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by İlhan Atalay (@ilhanatalay_)

এখনও পর্যন্ত ৭৫ হাজারের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। কমেন্ট ও শেয়ার হয়েছে অনেক পরিমানে। লোকালয়ে কিভাবে ঢুকে গেল এই হাতি তা অনেকেই প্রশ্ন তুলেছেন। কিন্তু ভিডিওতে কোনো মানুষের আঘাত লেগেছে কি না সেটা জানা যায়নি।