×
OffbeatVideoViral Video

Viral: বাচ্চা মেয়েটির নাচ নকল করে মাথা নাড়িয়ে নাচলো হাতি, ভাইরাল ভিডিও দেখে মন ভরেছে নেটিজেনদের

ছোট বাচ্চাদের বিভিন্ন কার্যকলাপ এখন ভাইরাল হয় নিমেষেই। তার মধ্যেই যদি আবার পশুপাখির দেখা পাওয়া যায় তাহলে তো আর কথাই নেয়। সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে এখন ভাইরাল (Viral) ভিডিওর আতুড়ঘর। যে কারণেই হামেশাই নতুনত্ব ভিডিওতে আমাদের মন মজে ওঠে। এবারও সম্প্রতি একটি বাচ্চা মেয়ে ও হাতির (Elephant) কারসাজিতে মজে উঠেছে নেট নাগরিকরা।

Viral: বাচ্চা মেয়েটির নাচ নকল করে মাথা নাড়িয়ে নাচলো হাতি, ভাইরাল ভিডিও দেখে মন ভরেছে নেটিজেনদের -

IPS অফিসার দীপানশু কাবরা (Dipanshu Kabra) তার টুইটার একাউন্টের মাধ্যমে শেয়ার করেছেন এই স্পেশাল ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে একটি হাতির সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে তার নিজের মনের মতো কিছু ডান্স স্টেপ করলো। চুপচাপ দাঁড়িয়ে হাতিটি প্রথমে দেখলো। তবে তারপরে যা করলো আপনি কল্পনাতেও করতে পারবেন না।

Viral: বাচ্চা মেয়েটির নাচ নকল করে মাথা নাড়িয়ে নাচলো হাতি, ভাইরাল ভিডিও দেখে মন ভরেছে নেটিজেনদের -

হাতিটি এই নাচ দেখার পরেই নিজের মাথা নাড়ালো যা দেখে বুঝতেই পারবেন সেই বাচ্চা মেয়েটির নাচের পরিপ্রেক্ষিতেই এই উপহার। সেই সময় হাতির কান ও মাথা এমনভাবে নাড়িয়ে উঠলো যা দেখতে দুর্দান্ত লাগছিলো। আর নেটিজেনরা এই ভিডিও দারুন ভালোবেসেছেন।

৩০ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। সাথেই লাইক, রি-টুইট ও কমেন্ট এসেছে নেটিজেনদের। কেউ লিখেছেন -‘স্যার আপনাকে ধন্যবাদ এমন একটা দুর্দান্ত ভিডিও ক্লিপ শেয়ার করার জন্য। দ্বিতীয়জন লিখেছেন -‘সারাদিন কাজের পরে যখন এই ভিডিওটা দেখলাম যেন এক নিমেষেই সব কষ্ট দূর হয়ে গেল’। দীপানশু বাবু যে এই এক ভিডিওতেই সবার মন মাতিয়ে তুলেছেন তা বলার অপেক্ষা রাখে না।