Advertisement
VideoViral Video

হঠাৎই পর্যটকদের বাস আটকালো বিশালাকার হাতি! তারপর যা হল… তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

পশুদের মধ্যে সবথেকে বড়ো হাতি (Elephant)। তবে সে নাকি ক্ষেপে গেলে সব কিছু করতে পারে। তেমনই এবার একটি ভিডিও যেন নেট নাগরিকদের কাঁপিয়ে দিয়েছে। হাতিদের বিভিন্ন তান্ডব করা ভিডিও আমরা এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়াতে দেখেছি তবে এবার হাতি যেন অনেক মানুষকে প্রাণ ভিক্ষা দিলেন। আসলে হাতি এমনিতে শান্তই থাকে। কিন্তু বর্তমানে পৃথিবীর যা অবস্থা তাতে আমরা গাছ পালা কেটে দিয়ে তৈরী করছি রাস্তা ও ফ্ল্যাট। আর তার ফলেই যে জঙ্গলের পশুরা বাইরে বেরিয়ে আসছে তা ভুলে যাচ্ছি সবদিক থেকে।

হঠাৎই পর্যটকদের বাস আটকালো বিশালাকার হাতি! তারপর যা হল... তুমুল ভাইরাল ভিডিও

Advertisements

ভিডিওটি ভারতের দক্ষিনের কোনো এক জায়গার। যেখানের বনের মধ্যে দিয়ে লম্বা একটি পাকা রাস্তা চলে গেছে। সেই রাস্তায় বাস ভর্তি কয়েকজন পর্যটক বেরিয়েছিলেন। আর তখনই বাসের থেকে কিছু দূরে এসে পরেন হাজার কিলো ওজনের একটি হাতি। কার্যত ড্রাইভার পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেই হাতিটি আসতে আসতে বাসের দিকে এগিয়ে আসে।

Advertisements

বাসের মধ্যে থাকা সকলে কার্যত চেচিয়ে ওঠে। অনেকেই আবার জোরে জোরে ভগবানের মন্ত্র উচ্চারণ করতে থাকে। হাতিটি যদিও বাসের একদম কাছে চলে আসে তবুও কোনো ধরণের আক্রমণ করেননি। একসময় সেই বাসটি ধীরে ধীরে হাতির পাশ কাটিয়ে বেরিয়ে যায় ও বাসের মধ্যে থাকা সকলে কার্যত আনন্দে উচ্ছাসে চেঁচিয়ে ওঠেন।

‘Udayavani’ নামের একটি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত হাজার হাজার ভিউস ছাড়িয়ে গেছে। প্রচুর মানুষের লাইক ও কমেন্ট এসেছে এই ভিডিওতে। তবে এই ভিডিও দেখে যে সকলেই বেশ ভয় পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। আপনি দেখে জানান কেমন লাগলো আপনার এই ভিডিও।