×
Viral Video

প্রকান্ড হাতিকে পেঁচিয়ে মেরে ফেললো অ্যানাকোন্ডা, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

পৃথিবীতে হাজারও এমন ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই যা দেখার পর আমরা অবাক হয়ে যাই। ভাবি এও কি করে সম্ভব? কিন্তু, পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। আর তাই এইসব ঘটনাগুলিও সম্ভব। নিজের চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না। কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাঁদের আর এর সত্যতার ব্যাপারে জানাতে হয় না।

তবে, আমাদের চারপাশে ঘটা ঘটনাগুলি আমাদের যেমন কখনও আনন্দ দেয় তেমনই ঘটনাগুলি কখনও আবার দুঃখও দেয়। তবে, এই ভিডিওটিতে এমন দৃশ্য দেখানো হয়েছে যে, যা দেখেই রীতিমত আপনি অবাক হবেন।

ADVERTISEMENT

২০১৭ সালে ঘটা একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে যে, একটি হাতির সঙ্গে একটি দৈত্য এনাকোন্ডার লড়াই চলছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি জঙ্গলের ভিতর একটি দৈত্য এনাকোন্ডা একটি হাতিকে সম্পূর্ণ আষ্টেপৃষ্টে পেচিয়ে রেখেছে।

তারপর দেখা যায় যে, দৈত্য এনাকোন্ডাটি
আস্তে আস্তে হাতিটির কানের পাশে কামড়ে দিচ্ছে। এরপর আসতে আসতে হাতিটি নিস্তেজ হয়ে পড়ছে। অবশেষে মারা যায় হাতিটি।

ADVERTISEMENT

Related Articles