অবাক কাণ্ড! ৮ বছরের কন্যার ৬০ কেজির ওয়েট লিফটিং দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর, ভাইরাল ভিডিও

অদম্য চেষ্টা ও নিজের ভিতরের ইচ্ছা থাকলে কি না হয় বলুন তো। ঠিক যেমনটা করে দিয়েছিলেন মাত্র ৬ বছর বয়সী মেয়ে আর্শীয়া গোস্বামী (Arshiya Goswami)। না তিনি বাঙালি নন, বরং হরিয়ানার (Haryana) বাসিন্দা। ছয় বছর বয়সেই নিজের কর্মকান্ডে সাধারণ মানুষের চোখ কপালে তুলে ফেলেছে। নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে এমন কি জিনিস নিয়ে কথা হচ্ছে তাই তো? আসলে সোশ্যাল মিডিয়াতে যে কি না দেখা যায় তা হয়তো আপনি গুনে বলতে পারবেন না।
তেমনই সম্প্রতি আর্শীয়ার একটি ভিডিও ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। যেখানে তাকে দেখা গেল ওয়েট লিফটিং করতে। মাত্র ছয় বছরের এই মেয়েটি ৪৫ কেজি ও ৬০ কেজি দুটি আলাদা ওয়েট লিফটিং (weightlifting) করেছে। যা দেশের সর্ব কনিষ্ঠ ওয়েট লিফ্টটারের খাতায় নাম লিখিয়েছেন। আর্শীয়া দেশের জন্য অলিম্পিক থেকে স্বর্ণ পদক হাসিলের স্বপ্ন দেখেন।
আর্শীয়া নিজেই তার ইনস্টাগ্রাম থেকে ভিডিও আপলোড করেছেন। যেখানে শেষ দিন তিনি ৬০ কেজি ওয়েট লিফটিং করেছে। আর্শীয়ার আইডল বলা চাই আরেক অলিম্পিক পদক জয়ী মীরাবাই চানু (Meerabai Chanu)। আর্শীয়া জানিয়েছে- ‘আমি ওয়েট লিফটিং খুবই পছন্দ করি। আমি এইমুহূর্তে দেশের সর্ব কনিষ্ঠ ওয়েট লিফটার। মিরাবাই চানু আমার আইডল, তাই আমি তার মতোই অলিম্পিক থেকে স্বর্ণ পদক আনতে চাই’।
View this post on Instagram
Taekwondo ও Powerlifting দুটি ক্ষেত্রেই বেশ ভালো লাগে আর্শীয়ার। তার বাবা একজন ফিটনেস ট্রেনার। তাই সেখান থেকেই এই পথে এসেছে সে। ইতি মধ্যেই রাজ্য ওয়েট লিফটিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ হাসিল করেছেন। কতদিনে সে দেশের হোয়ে খেলতে পারে সেই উদ্দেশ্যেই সবাই শুভকামনা জানিয়েছে ছয় বছরের আর্শীয়াকে। তার দুর্দান্ত সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। কে বলতে পারে ছোট্ট আর্শীয়াই হয়তো শত শত মেয়ের মধ্যে আগুন জ্বালানোর কাজ করবে।