Viral : অবিকল অজয় দেবগনের স্টাইলে মোষের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর, তুমুল ভাইরাল ভিডিও

Viral Video : রাজা-রানী-বাদশা নামে বাংলা চলচ্চিত্রে একটি কুকুর এবং একটি বাঁদরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃশ্য অনেকেই হয়তো দেখেছেন। তবে সিনেমার জগতের বাইরে বেরিয়ে বাস্তব জীবনে এমন বেশ কিছু দৃশ্য চোখের সামনে ঘোরাফেরা করে যা সহজেই দৃষ্টি আকর্ষণ করে নেটিজেনদের। এমন বেশ কিছু ভিডিও দেখা যায় যেগুলি দেখে আমাদের মন ভাল হয়ে যায়। সম্প্রতি তেমনই এক মন ভালো করে দেওয়ার ভিডিও ভাইরাল (Viral Video) হল সামাজিক মাধ্যমে।
শুধুমাত্র মানুষের সাথে কোন পশুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এমনটা কিন্তু নয়। এক পশুর সাথে অন্য এক পশুর যে বন্ধুত্বময় এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে সেটা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারবেন না অনেকে। অনেকেরই ধারণা, কেবলমাত্র বাড়ির পোষ্যদের মধ্যেই হতে পারে বন্ধুত্ব। তবে এ ধারণা কিন্তু মোটেই ঠিক নয়। অন্তত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হওয়া ভিডিও সে কথাই বলছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে মন ভালো করে দেওয়ার একটি ভিডিও। গরু কিংবা মোষ, হাতি থেকে ঘোড়া এই সমস্ত পশুদের পিঠে উঠে ঘুরতে দেখা গিয়েছে মানুষকে। গরুর গাড়ি কিংবা মোষের গাড়ি এমনকি ঘোড়ার গাড়িতে করেও বহু মানুষ সফর করে থাকেন। বিভিন্ন সার্কাসে গেলেও দেখা যায় হাতি খেলাধুলা করছে কিংবা হাতির পিঠে উঠে মানুষ খেলা দেখাচ্ছে। কিন্তু এসবের জন্য দিতে হয় প্রশিক্ষণ। তবে প্রশিক্ষণের বাইরে গিয়েও এমন বেশকিছু ঘটনা রয়েছে যা নিমেষেই মন ভালো করে দিতে পারে। এমনই এক ঘটনা তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে।
শহর হোক কিংবা গ্রাম। কমবেশি সর্বত্রই দেখা যায় গরু-মোষ। দল বেঁধে এদিক ওদিক হেঁটে বেড়ান তারা। তবে একবার ভাবুন তো যদি মোষের পিঠে সফর করতে দেখা যায় একটি কুকুরকে? কী অবাক হয়ে গেলেন? আসলে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে এমনই এক ভিডিও (Viral Video)। যেখানে দেখা যাচ্ছে পাশাপাশি হেঁটে যাচ্ছে দুটি মোষ। ওই দুই মোষের মধ্যে একটি মোষের পিঠে দেখা গেল সফর করছে কুকুর। একেবারেই রাজার মতো ভাব তার।
कुत्तों का अजय देवगन 😁 pic.twitter.com/6mflqVQHzX
— Hasna Zaroori Hai 🇮🇳 (@HasnaZarooriHai) July 27, 2023
অনেকেরই ধারণা মোষটি চাইলেই কুকুরটিকে ফেলে দিতে পারতো। তবে তা না করে কুকুরটিকে পিঠে চড়িয়ে যেভাবে মোষ হেঁটে চলেছে তাতেই তাদের মধ্যে যে বন্ধুত্বময় সম্পর্ক রয়েছে তা ফুটে উঠেছে। সম্প্রতি টুইটারের সাজিয়া চৌধুরী নামক এক মহিলা এই ভিডিও প্রকাশ্যে আনতেই মুহূর্তেই ভাইরাল (Viral) হয়ে উঠেছে সেটি। পোস্টটিতে কমেন্ট করেছেন বহু মানুষ।