Viral Video

মাত্র ১০ টাকায় দেশি কুলার, AC-র থেকেও হবে ঠান্ডা! ভিডিও দেখে অবাক নেটবাসী

বর্তমানে গরমের ঠেলায় অস্থির সকলেই। দিনদিন যেভাবে সূর্যের দাবদাহ বেড়ে চলেছে তাতে রীতিমতো ঘরে থাকাও কষ্টকর হয়ে উঠেছে। গোটা দক্ষিণবঙ্গ যেন সূর্যের আগুনে পুড়ছে। বেশিরভাগ জেলারই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। দিনে হোক বা রাতে গরমের জ্বালায় ঘুমোতে পারছে না কেউই। বলা যায় যেন পাল্লা দিয়ে আদ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। যারফলে একপ্রকার বাড়ি থেকে বেরোতে সকলে ভয় পাচ্ছেন।

এইসময় দাঁড়িয়ে যাদের ঘরে এসি (Ac) অথবা কুলার (Cooler) আছে তাদের আলাদা কথা। কিন্তু যাদের ঘরে নেই তাদের তো কষ্টের শেষ নেই। এমনকি সকলেই যে সবসময় সবকিছু কিনতে পারে তাও না। সেক্ষেত্রে এই গরমের কষ্ট থেকে কিভাবে সহজেই মুক্তি পাবেন সেটাই বলবো আজকের এই প্রতিবেদনে। মাত্র ১০ টাকায় আপনি পাবেন এসির মতো ঠান্ডা হওয়া। কথাটা অবাস্তব শোনালেও এটাই সত্যি।

কিন্তু কিভাবে তাই ভাবছেন নিশ্চই? চলুন তবে সেটা জেনে নেওয়া যাক। তবে, জেনে নেওয়ার আগেও দেখে নিন ভিডিও। আর যারা ভিডিওটি দেখেছেন তারা রীতিমতো অবাক হয়েছেন। গ্রীষ্মের এই মরসুমে অভিনব পদ্ধতিকে কাজে লাগিয়ে রীতিমতো যে ঠান্ডা হাওয়া পাওয়া যেতে পারে খুব সহজেই তা এই ভিডিওটি না দেখলে বোঝা যেত না।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, কিছু ব্যাক্তি একেরপর এক মাটির হাড়িকে ভেঙে পুরোনো কুলারের মধ্যে রেখে দিচ্ছেন। আর সেখানেই একটি হাঁড়ির মধ্যে পাইপ সংযোগ করা। তারপর জল দিয়ে বিষয়টিকে ডুবিয়ে দেওয়া হয়। এরপর অভিনব উপায়ে পুরো প্রক্রিয়াটি কাজ করতে শুরু করে। তাহলে আর চিন্তা কিসের এবার কম পয়সায় এসির মতো হাওয়া উপভোগ করুন।