Viral : গাছের ডালে ঝুলে আছে অজস্র বিষধর সাপ! ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর

১২ হেক্টর জমি নিয়ে শুধুই সাপের আনাগোনা। ভিয়েতনামের সাপের বাগানের (Snake Garden) কথা শুনলে অবাক হবেন আপনিও। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা থেকে শুরু করে বিভিন্ন সবজির বাগানের কথা আমরা প্রায় সকলেই জানি। শহরের দিকে এসব গাছ তেমন দেখা না গেলেও গ্রামের দিকে তো প্রতিটি বাড়িতেই এসব গাছ দেখা যায়। আর গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আনন্দ কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায়না।
তবে, আপনি কি এমন কোনো গাছ দেখেছেন যেখানে ফলের বদলে শুধুই সাপে ভর্তি। গাছের গুঁড়ি থেকে ডাল পর্যন্ত সবটা জুড়েই শুধুমাত্র সাপের বসবাস। ওটাই যেন তাদের ঘর বাড়ি। সম্প্রতি তেমনই একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। এই ভিডিওটি দেখার আগে হয়তো কেউ কখনও আন্দাজই করতে পারবেন না যে এমন সাপের বাগানও হতে পারে।
আসলে এই বাগানটি রয়েছে ভিয়েতনামে। ১২ হেক্টর জমি নিয়ে তৈরি বাগানটি ‛ডং টাম স্নেক ফার্ম’ নামে পরিচিত। কিন্তু হঠাৎ করে কেন এই বাগান তৈরি করা হয়েছে তা জানেন কি? আসলে বিভিন্ন ধরণের ওষুধ তৈরিতে এই বাগানের ভূমিকা অপরিহার্য। ওষুধ তৈরির কারণেই বিস্তীর্ণ এলাকা জুড়ে কেবল সাপের চাষ করা হয়। যদিও কথাটি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আপনি জানেন কি এই বাগানের গাছে ৪০০ টি সাপ আছে। এমনকি বর্তমানে এটি একটি পর্যটক কেন্দ্র হিসেবেও পরিণত হয়েছে।
View this post on Instagram
মূলত গবেষণার কারণেই এই বাগানটিকে তৈরি করা হয়েছে। প্রতি বছর প্রায় ১৫০০ মানুষ সাপের কামড়ের চিকিৎসা নিতে এখানে আসেন। পাঁচিলে ঘেরা এই বাগানটিতে গাছ ভর্তি সবুজ রঙের সাপ দেখলে গা শিউরে উঠতে বাধ্য। ‛Kohtshoww‘ নামের একটি ইনস্টাগ্রাম (Instagram) পেজ থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে।