VideoViral Video

বহু বছর ধরে মাটির নিচের গুপ্তধন রক্ষা করছে বিষধর সাপ! মাটি খুঁড়তেই প্রমাণ হাতেনাতে

Advertisement
Advertisements

সিনেমায় গুপ্তধন উদ্ধার কান্ড দেখেছেন তো? এত সহজে কিন্তু গুপ্তধন (Treasure) পাওয়া যায় না। সিনেমার শেষ সিনে গুপ্তধনের সামনে পৌঁছে গেলেও লেগে থাকে এক বড়ো বিপদ। দেখা যায় শত শত বছর ধরে সেই গুপ্তধনের রক্ষা করে চলেছে সাপ (Snake) অথবা অন্য কোনো পশু। সেই টান টান উত্তেজনায় পূর্ণ যে সিনেমার সিন্ এবার কার্যত বাস্তবে দেখা গেল। হ্যাঁ ইউটিউবের (Youtube) পর্দাতে এবার ভাইরাল (Viral) হয়েছে এক দুর্দান্ত ভিডিও।

বহু বছর ধরে মাটির নিচের গুপ্তধন রক্ষা করছে বিষধর সাপ! মাটি খুঁড়তেই প্রমাণ হাতেনাতে

দীর্ঘকাল ধরে ট্রেজার হান্টার এবং এক্সপ্লোরাররা বিরল এবং অমূল্য নিদর্শন খোঁজার চেষ্টা করছে। সম্প্রতি গুপ্তধন শিকারিদের একটি গ্যাং একটি গুপ্তধনের খোঁজ পেয়ে বিশাল আলোড়ন ফেলে দিয়েছে। সেই গুপ্তধন উদ্ধারের ভিডিও দেখেই কার্যত চমকে গেছেন সকলে। ভিডিওতে দেখা যাচ্ছে বনের মধ্যে এক ব্যক্তি গুপ্তধন খুঁজে চলেছে। হঠাৎই সে মাটির তলায় কিছু বুঝতে পারে। শুরু হয় খোঁড়ার কাজ।

বহু বছর ধরে মাটির নিচের গুপ্তধন রক্ষা করছে বিষধর সাপ! মাটি খুঁড়তেই প্রমাণ হাতেনাতে

তবে গর্ত খুঁড়তে খুঁড়তে বুঝতে পারে শুধু সেই গুপ্তধন নেই। তাকে পাহারা দেওয়ার জন্য আছে বিষধর সাপ। কিন্তু অভিযাত্রীরা অত্যন্ত নিরাপদে গুপ্তধন উদ্ধার করতে সক্ষম হন। এই গুপ্তধনের মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক জিনিসটি যেটি ছিল, তা হল প্রাচীন সোনার মূর্তি। অভিযাত্রীরা হীরা, রুবি এবং নীলকান্তমণি সহ গহনাও ছিল এর মধ্যে। তবে এই গুপ্তধনের পিছনের ইতিহাস জানা এখনও সম্ভব হয়নি।

বহু বছর ধরে মাটির নিচের গুপ্তধন রক্ষা করছে বিষধর সাপ! মাটি খুঁড়তেই প্রমাণ হাতেনাতে

Treasure Hunt & QTPL‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ১.৩০ কোটি মানুষ দেখেছেন এই ভিডিও। তবে অনেকেই জানতে চেয়েছেন গুপ্তধন উদ্ধারের সেই ঠিকানা। যদিও ভিডিওর মধ্যে দিয়ে সেসব দেখা যায়নি। কিন্তু ইতিহাসের পাতায় ও সিনেমার স্ক্রিনে দেখা এই ধরণের চিত্র বাস্তব জীবনে দেখে খুবই উচ্ছষিত সাধারণ মানুষ।