অবাক কাণ্ড! খাঁচা থেকে বেরিয়ে ব্যক্তির মাথায় কামড় দিয়ে ধরলো বিশালাকার পোষ্য অজগর, তুমুল ভাইরাল ভিডিও

অজগর সাপের সাথে দেখা কি সহজ কথা বলুন তো? পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সাপেদের মধ্যে প্রথমেই আসে যার নাম সেটা অজগর। বাড়িতে স্বপ্নেও এই সাপ পোষার কথা ভাবা যায় না। তবে সোশ্যাল মিডিয়া যে সে বিষয়েও ভুল প্রমাণিত করে দিলো সেটা এই ভিডিও থেকেই দেখা যাচ্ছে। এক ব্যক্তি বাড়িতে অজগর সাপের সাথে খেলতে গিয়ে যা হলো তা দেখে আতঙ্কে গুটিয়ে গেছে দর্শক মন।
ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির উঠোনে এক ব্যক্তি খাঁচার মধ্যে থেকে অজগরের সাথে খেলা করছে। তবে সেই খেলা যে তার ক্ষণস্থায়ী সেটা হয়তো বোঝা যায়নি। মুহূর্তের মধ্যেই খাঁচার থেকে এক লাফ দিয়ে সেই ব্যক্তির মাথার মধ্যে কামড় বসিয়ে ধরে। আতঙ্কে বাড়ির লোকজন ছোটাছুটি করলেও কোনো ফল হয়নি।
সবাই মিলে সাপটিকে টেনে ধরে দূরে সরালেও সাপটিকে কোনোভাবেই ছাড়াতে পারেনি। লেজের মধ্যে অস্ত্র দিয়ে এক ব্যক্তি কোপ মারে তাতেও কোনো ফলাফল পাওয়া যায়নি। ভিডিওর শেষ পর্যন্ত যদিও ছেড়ে দেয়নি সেই সাপ। তবে কিভাবে বাড়িতে এত বড়ো ও ভয়ঙ্কর একটি অজগর সাপ রাখলো তারা সেই প্রশ্ন করেছেন অনেকেই। তার সাথেই এমন সাপের সাথে খেলা বোকামি ছাড়া আর কিছু নয় বলেছেন সবাই।
‘laris_a9393’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে যা লাখ লাখ ভিউজ ছারিয়ে গেছে। আপনার কি মতামত এমন একটা সাংঘাতিক ভিডিও দেখার পরে? প্রতিবেদন পরে অবশ্যই নিজেদের মতামত কমেন্ট করে জানাবেন কিন্তু।