হত্যা হয়েছে নাগের! নাগিনের আতঙ্কে গ্রামবাসী, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটবাসী

সোশ্যাল মিডিয়া শুধুমাত্র সময় কাটানোর জায়গা নয়। প্রতিবারই কিছু না কিছু শেখার বা জানার বিষয় থেকেই যায়। এবারও কার্যত সাপের দুর্ধর্ষ ভিডিওতে আপনি চমকে উঠবেন। সবার পরিচিত সাপ উদ্ধারকারী হিসাবে কাজ করেন মির্জা মোহাম্মদ আরিফ।। বিভিন্ন জায়গা থেকে তিনি সাপ উদ্ধার করে থাকেন। এবারেও এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছেন যা দেখলে কার্যত চমকে যাবেন। ভিডিওর শুরুতেই মির্জা একটি গ্রামের বাড়িতে গিয়ে হাজির হন।
সেখানের এক ব্যক্তি তাকে জানান দুটি কোবরা সাপ একসাথে সেই জায়গায় ঘোরাফেরা করছিলো। কিন্তু সেখানকার মানুষরা ভুল করে ও কার্যত ভয় পেয়ে একটি কোবরাকে মেরে ফেলেছেন। সেই কথা শুনে মির্জা রীতিমতো বেশ বিস্মিত হয়ে যান। এর পরে ওপর একটি সাপকে খোঁজার পালা চলে। মাটি খুঁড়ে সেই সাপকে উদ্ধার করা হয়।
খুব সন্তর্পনে মির্জা মাটির মধ্যে লুকিয়ে থাকা সেই সাপটিকে একটি জলভর্তি পাত্রের মধ্যে নিয়ে আসেন। সেই সময় মির্জা জানান গ্রামবাসীরা নাগিন সাপটিকে মেরে ফেলেছে। মূলত এই সময়ে কোবরা সাপেদের যৌন মিলনের সময়। সেই কারণেই তারা দুজনে একসাথে ছিল। আর এই নাগিন সাপটি তার নাগের জন্যই সেখানে ঘোরাফেরা করে চলেছিল।
এই কথা শুনে কার্যত সেখানে উপস্থিত সকল গ্রামবাসী মাটি ছুঁয়ে মাথা ঠুকে ক্ষমা চায় যা আমাদের হিন্দু রীতিতে হয়ে থাকে। এক দিনের মধ্যে ৪১ হাজারের বেশি ভিউজ ছড়িয়ে গেছে। কার্যত সবাই মির্জার সাহস ও এই ধরণের সুন্দর বিশ্লেষণ করার মাধ্যমে ভিডিও তৈরী করায় প্রশংসা জুড়েছেন। আপনিও নিশ্চয়ই এই ভিডিওটি দেখতে আগ্রহী, তাই প্রতিবেদনের শেষে এমন সুন্দর একটা ভিডিও চাক্ষুস করতে ভুলবেন না।