VideoViral Video

বাড়ির বেডরুমে ঢুকে পড়েছে বিশালাকার বিষধর কোবরা! ভাইরাল ভিডিও দেখে আতঙ্কে নেটবাসী

Advertisement

আবারো একটি দুর্ধর্ষ সাপ উদ্ধারের ভিডিও নিয়ে হাজির হয়েছেন মির্জা মোহাম্মদ আরিফ। তবে এবার কিন্তু অন্য সব গুলি ভিডিওর থেকে এটি অন্যরকম। বিষাক্ত কোবরা এইভাবে একটি বাড়ির বেডরুমে ঢুকে পড়েছে যা দেখলে কার্যত হা হয়ে যেতে হবে। কয়েক সেকেন্ডের এই ভিডিও দেখেই ঘাম ছুটেছে দর্শকদের। উড়িশা জেলার ভদ্রকে একটি ছোট গ্রামে খবর পেয়ে পৌঁছে গিয়েছিলেন মির্জা।

বাড়ির বেডরুমে ঢুকে পড়েছে বিশালাকার বিষধর কোবরা! ভাইরাল ভিডিও দেখে আতঙ্কে নেটবাসী

ভিডিওর শুরুতেই দেখা গেল, সেই বেডরুমে ঢুকে দেখেন আলমারির পিছনে বিষাক্ত কোবরা সাপটি লুকিয়ে আছে। হাতে থাকা লাঠিটি দিয়ে একটু খোঁচা দিতেই কার্যত সাপটি বেরিয়ে আসে ও মির্জা দক্ষতার সাথে লেজ ধরে নেয়। তবে ঘর থেকে বাইরে আনতে বেশ কাল ঘাম ছুটেছে তার। ধীরে ধীরে সাপটিকে সে বাড়ির থেকে বাইরে নিয়ে আসে।

বাড়ির বেডরুমে ঢুকে পড়েছে বিশালাকার বিষধর কোবরা! ভাইরাল ভিডিও দেখে আতঙ্কে নেটবাসী

এমন সময় গ্রামের মানুষের ভিড় জমে ওঠে সেখানে। কোবরা সাপটি খুবই রেগে ছিল যার ফলে মির্জার দিকে বেশ কয়েকবার ছোবল মারে। অল্পের জন্য প্রতিবারই বেঁচে যান তিনি। মির্জা জানিয়েছেন এর বিষ এতটাই যে কামড়ানোর সাথে সাথেই মৃত্যু হয়। মির্জার হাতে যে সাপটি দেখা গেল তা সত্যি অনেকটা বড়ো ও লম্বা। মুহূর্তের মধ্যেই হাজার হাজার ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে।

বাড়ির বেডরুমে ঢুকে পড়েছে বিশালাকার বিষধর কোবরা! ভাইরাল ভিডিও দেখে আতঙ্কে নেটবাসী

অনেকেই বলেছেন খুবই ভয়ঙ্কর এই সাপ। তবে মির্জা এই কাজে কতটা পটু তা আলাদা করে বলার দরকার হবে না। সাপ ধরার বিভিন্ন ভিডিও বানিয়ে আপলোড করেন ‘Mirzamdarif’ নামের ইউটিউব চ্যানেলে। আর সেই কারণেই ২৭.৪ লক্ষ সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। দেখুন এই কয়েক সেকেন্ডের ভিডিও আর কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না।