×
Viral Video

বাড়ির ভিতর ঢুকে পড়েছে বিষধর কোবরা! বের করতে গিয়ে নাজেহাল ব্যক্তি, ভাইরাল ভিডিও

ঘরের মধ্যে কোবরা সাপ ঢুকে গেলে সাধারণ মানুষের অবস্থা কেমন হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে আপনি এই সাপ উদ্ধারের চরম মুহুর্ত চাক্ষুস করেছেন কোনোদিন? যেমন সম্প্রতি দেখা গেল প্রায় ১০ ফুট লম্বা একটি কোবরা সাপ (Cobra Snake) উদ্ধারের দুর্দান্ত ভিডিও। যেমন ভয় ঠিক তেমনই রোমাঞ্চ ভরা এই ভিডিও দেখে লোম খাড়া হয়ে যাবে আপনার।

বাড়ির ভিতর ঢুকে পড়েছে বিষধর কোবরা! বের করতে গিয়ে নাজেহাল ব্যক্তি, ভাইরাল ভিডিও -

ভিডিওতে দেখা যাচ্ছে, ওড়িষ্যার ভদ্রক নামক এক জায়গায় উঁচু বাড়ির গ্যারাজে ভয়ঙ্কর ও বিষধর কোবরা সাপ ঢুকে গিয়েছিলো। তবে লোকজন তাড়া দিতেই সে আবার বাড়ির সামনের একটি নোংরা গর্তের মতো জায়গায় লুকিয়ে পরে। ব্যাস সাথে সাথেই সেখানে মির্জা মোহাম্মদ আরিফ (Mirza MD arif) যিনি নামের সাপ উদ্ধারকারি হিসাবে কাজ করেন সে উপস্থিত হন। এসে কিছু সময়ের চেষ্টায় সাপটিকে ধরেও ফেলে।

বাড়ির ভিতর ঢুকে পড়েছে বিষধর কোবরা! বের করতে গিয়ে নাজেহাল ব্যক্তি, ভাইরাল ভিডিও -

সাপটি যে খুবই রেগে ছিল তার জন্য ফণা তুলে মির্জার দিকে এগিয়ে গেছে। কিন্তু একবার কিছু সেকেন্ডের জন্য বেঁচে গেছে মির্জা। তবে এই উদ্ধারের দরুন সাপেদের কোনোরকম ক্ষতি হয়নি তা দেখে বেশ ভালো বলেছেন নেটিজেনরা। এই পূর্ণ উদ্ধারের ভিডিও বানিয়ে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মির্জামোহ:আরিফ’ থেকে আপলোড করা হয়েছে।

কয়েক দিনের মধ্যে ২১ হাজার ভিউজ ছাড়িয়ে গেছে। সবাই কার্যত মির্জার এই সাহসীকতার প্রশংসায় ডুবেছেন। অনেকেই সাপ উদ্ধারের সময় তাঁকে নিজের জন্য আরও বাড়তি নিরাপত্তা নিতে বলেছেন। বর্তমানে তার চ্যানেলে ২৭ লক্ষের থেকেও বেশি সাবস্ক্রাইবার্স আছে। দেখুন এই ভিডিওটি আর কেমন লাগলো আপনার এই নতুন অভিজ্ঞতা তা জানাতে ভুলবেন না।