Advertisement
VideoViral Video

স্কুটারের মধ্যে লুকিয়ে ছিল বিষধর কিং কোবরা, বের করতে গিয়ে ঘটলো বিপদ! তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

প্রতিদিনের কাজ কর্মের খাতিরে এদিক থেকে সেদিক যাওয়ার জন্য বেশিরভাগ মানুষই স্কুটারের সাহায্য নেন। প্রায় বলতে গেলে প্রতিটি বাড়িতেই বাইক অথবা স্কুটার আছে। কিন্তু ধরুন আপনি কোথাও বেরোতে যাওয়ার সময় স্কুটারে স্টার্ট দিতে যাবেন। আর ঠিক সেই সময় স্কুটারের ভিতর থেকে উঁকি মারছে একটি কোবরা (Cobra) সাপ (Snake)! সেইমুহূর্তে আপনার অবস্থা কেমন হবে বলুন তো দেখি? আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হবে নিশ্চই?

স্কুটারের মধ্যে লুকিয়ে ছিল বিষধর কিং কোবরা, বের করতে গিয়ে ঘটলো বিপদ! তুমুল ভাইরাল ভিডিও

Advertisements

তবে, এক্ষেত্রে ঘটলো উল্টো কিছু। সাপকে ভয় পায়না এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। কিন্তু এসব মানুষের মাঝেই এমন কিছু ব্যক্তি আছেন যারা কিনা খুব সাহসী। কোনোরকম প্রশিক্ষণ ছাড়াই যারা নিমেষে সাপকে (Snake) হাতে নিয়ে এদিক সেদিক করতে পারেন। সম্প্রতি তেমনই এক ব্যক্তির খোঁজ মিললো নেটমাধ্যমে। কিন্তু ঘটনাটা কি ঘটেছে তাই ভাবছেন নিশ্চই?

Advertisements

ভাইরাল (Viral) ওই ভিডিওতে (Video) দেখা যাচ্ছে যে, এক ব্যক্তির স্কুটারের ফ্রন্ট নোজে লুকিয়ে আছে একটি কোবরা সাপ। আর সেটিকেই ওই ব্যাক্তি খুবই সাবধানতার সঙ্গে উদ্ধার করলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি সাপ (Snake) ধরার কোনো প্রফেশনাল লোক। কিন্তু আদতে ওই ব্যক্তি হলেন স্কুটারের (Scooter) চালক। যিনি কিনা একেবারে ভয়ডর ভুলে একটা সামান্য স্কু ড্রাইভারের সাহায্যে সাপটিকে অনায়াসেই গাড়ির ফ্রন্ট নোজ থেকে বের করে আনলেন।

প্রথমে ওই ব্যক্তি হাতদিয়ে সাপটিকে ধরার চেষ্টা করলে তিনি ব্যর্থ হন। আসলে সাপটি (Snake) দলা পাকিয়ে স্কুটারের নোজে আটকে গেছিল। এরপর ওই ব্যক্তি স্কু ড্রাইভার দিয়ে স্কুটারের নোজটি খোলেন। এরপর ধীরে ধীরে সাপটিকে অক্ষত অবস্থায় বের করে আনেন। ‛Pagan‘ নামের একটি টুইটার (Twitter) পেজ থেকে ভিডিওটি (Video) শেয়ার করা হয়েছে। এমনকি মুহূর্তেই মধ্যেই যা ভাইরাল (Viral) হয়েছে।

এই সমস্ত সরীসৃপ প্রানীদের নিরাপদে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ নেওয়া হয়। তবে, এই ব্যক্তি সেসব ছাড়াই যেভাবে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন তাতে তার সাহসী ও সুন্দর মনের মানসিকতার প্রশংসা করেছেন সকলেই। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) কোবরা (Cobra) সাপের এই ভিডিও (Video)।