×
Viral Video

ঠাকুর ঘরে লুকিয়ে ছিলো বিষধর কোবরা! দেখে গা শিউরে উঠলো নেটবাসীর, ভাইরাল ভিডিও

সাপ (Snake) দেখলেই আমরা যেদিকে খুশি পালানোর চেষ্টা করে থাকি। কিন্তু বর্তমান সময়ে এমন কিছু ভিডিও থাকে যা হাড় হিম করে দেওয়ার সামিল। আবার অনেক ভিডিও দেখতে গিয়ে আমাদের বেশ ভালো লেগে যায়। আসলে সোশ্যাল মিডিয়ার সাহায্যে এখন পৃথিবীর সব কিছু খুব সহজেই দেখা যায়। যে কারণে সাপ হোক কিংবা অন্য যেকোনো জন্তু কিছুকেই তোয়াক্কা করেন না নেটিজেনরা। কিন্তু এবার কার্যত এমন একটা ভিডিও ভাইরাল হলো যা দেখে সবাই চমকে গেছে।

ঠাকুর ঘরে লুকিয়ে ছিলো বিষধর কোবরা! দেখে গা শিউরে উঠলো নেটবাসীর, ভাইরাল ভিডিও -

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকার এক বাড়ির ঘরের দেওয়ালের মধ্যে টিউবলাইটের পিছনে একটি গোখরো সাপ লুকিয়ে পড়েছে। মাঝ রাতে সমীরণ বারিক নামের এক সাপ উদ্ধারকারী ব্যক্তি সেই বাড়িতে এসে উপস্থিত হন। প্রথমে সাপটিকে উদ্ধার করা বেশ কষ্টের হয়ে যায়। তবে অবশ্য সমিরন বাবু অত্যন্ত দক্ষতার সাথে সাপটিকে উদ্ধার করেন।

ঠাকুর ঘরে লুকিয়ে ছিলো বিষধর কোবরা! দেখে গা শিউরে উঠলো নেটবাসীর, ভাইরাল ভিডিও -

ফণা তুলে বেশ কয়েকবার সাপটি এগিয়ে আসে তার দিকে। কিন্তু কার্যত অল্পের জন্য প্রতিবার তিনি বেঁচে যান। সাপটি সমিরন বাবুর পায়ের জুতোতে বেশ কয়েকবার ছোবল মারে। সে সময় সমিরন বাবু বলেন সাপটি ছোবল মারছে ঠিকই তবে সে কোনো রকম বিষ বের করছে না কারণ শুধুই ভয় দেখানোর জন্য এটা করছে। ‘সমীরণ বারিক’ নামের তার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

এখনও পর্যন্ত ১ লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে। সবাই কার্যত খুব সাহায্যের ও সুন্দর ভিডিও বলেছেন এটিকে। সমীরণ জানিয়েছেন কোনো মতেই যেন সাপ ধরার চেষ্টা না করে কেউ। অবশ্যই সাপে কামড়ালে ডাক্তারের কাছে যেতে নাকি কোনো ওঝা কিংবা কুসংস্কারের ফাঁদে পা না দিতে। আমাদের প্রতিবেদনের মাধ্যমে সাপ বা অন্য যে কোনো প্রাণী সম্পর্কে প্রতিটি মানুষের শিক্ষা নেওয়া উচিত।