শরীর দিয়ে পেঁচিয়ে ছোট্ট কুকুরছানাকে ধরেছে বিষধর কোবরা, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল (Viral) হয়ে ওঠে বিভিন্ন সাপের ভিডিও। সাপ দেখলেই সাধারণ মানুষের হাড়হিম হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই সাপের ভিডিও দেখতে চাইতেন না কেউ তবে সময়ের সাথেই এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন সকলে। কিন্তু এবারের সাপ ও সারমেয়র দুর্ধর্ষ লড়াই দেখলে হাড়হিম হয়ে উঠবে অবশ্যই। সম্প্রতি একটি ভয়ঙ্কর ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যেখানে একটি বিশালাকৃতির কোবরা সাপ আক্রমণ করেছে একটি সারমেয়কে।
ভাইরাল (Viral) হওয়া ভিডিওটি সত্যি অন্যরকম ও ভয়ঙ্কর। এক কোবরা সাপটি নিজের শরীরে সম্পূর্ণ পেঁচিয়ে ধরেছে সারমেয়টিকে। কি বিশ্বাস হচ্ছে না তাই তো? কারণ এই ধরণের ভিডিও সচরাচর সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না। তবে এই ভিডিও যে ঠিক কতটা ভয়ঙ্কর তা শুরুতেই বুঝতে পারছেন। প্রায় ৭ ফুট কিংবা তার থেকেও লম্বা কোবরা সাপটি নিজের শিকার খুঁজছিলো।
ঠিক সেইসময়ই হয়তো সারমেয়টির সাথে লড়াই বাঁধে। সাপটি নিজের সম্পূর্ণ শরীর দিয়ে সারমেয়টিকে পেঁচিয়ে ধরে। অনেক চেষ্টা করলেও ছাড়াতে পারে না। ভিডিওতে পিছন থেকে যদিও এক ব্যক্তিকে সাহায্য করতে দেখা যায় কিন্তু সাথে সাথেই সাপটি সে দিকে ছোবল মারে। যদিও কয়েক সেকেন্ডের এই ভিডিওতে শেষ পর্যন্ত কি হলো সেটা জানা সম্ভব হয়নি।
‘Babu Assam Babu’ নামক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনো পর্যন্ত ২৪লক্ষ হাজারের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে ভিডিওতে। দেখে অনেকেই ব্যাপক ভয় পেয়েছেন এমন একটা ভিডিও। কেউ কেউ তো আবার এই ভিডিওটিকে বলেছেন সম্পূর্ণ ফেক। তবে আপনার কি মনে হয় এমন একটা ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।