×
Viral Video

মুহূর্তের মধ্যেই আস্ত একটি সাপকে গিলে খেল বিষধর কোবরা, তুমুল ভাইরাল ভিডিও

চোখের সামনে কিং কোবরা দেখলে কেমন রিএক্ট করবেন? সাপ (Snake) দেখলেই আমরা যেদিকে খুশি পালানোর চেষ্টা করে থাকি। যদিও বাস্তব থেকে সোশ্যাল মিডিয়াতেই এখন বেশি সময় দেখা যায় এই সাপ। কিছু এমন ভিডিও থাকে যা হাড় হিম করে দেওয়ার সামিল। এবার কার্যত এমন একটা ভিডিও ভাইরাল হলো যা দেখে ভয় পাবেন আপনি অতি অবশ্যই।

মুহূর্তের মধ্যেই আস্ত একটি সাপকে গিলে খেল বিষধর কোবরা, তুমুল ভাইরাল ভিডিও -

একটি কিং কোবরা বনের মধ্যে অন্য একটি ছোট সাপকে আস্ত গিলে খেলো। শুনেই অবাক হলেন এখনও তো অনেকটা বাকি আছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, একটি বড়ো কিং কোবরা (King Cobra) বনের মধ্যে নিজের শিকারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। ছোট আকৃতির একটি সাপও ঘুরছিলো খাবারের খোঁজে তবে সে নিজেই শিকার হয়ে যাবে সেটা বোঝা যায়নি।

মুহূর্তের মধ্যেই আস্ত একটি সাপকে গিলে খেল বিষধর কোবরা, তুমুল ভাইরাল ভিডিও -

হঠাৎ করেই কিং কোবরা এই সাপটিকে দেখতে পায় নিমেষের মধ্যেই এসে মাথার মধ্যে কামড় বসিয়ে দেয়। কিং কোবরার সামনে অন্য যে কোনো সাপ যে পরাস্ত হবে তা বলার অপেক্ষা রাখে না। অনেক চেষ্টা করলেও সে ছাড়াতে পারেনি তারপরেই কিং কোবরা কার্যত ধীরে ধীরে আস্ত গিলতে থাকে। ভিডিওটি ছোট হলেও দেখা গেছে সম্পূর্ণ সাপটিকে গিলে খেয়ে নিয়েছে কিং কোবরা।

মুহূর্তের মধ্যেই আস্ত একটি সাপকে গিলে খেল বিষধর কোবরা, তুমুল ভাইরাল ভিডিও -

‘Smithsonian Channel’ নামের একটি চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল ৫ বছর আগে। এখনো পর্যন্ত ৭.২ লাখ ভিউস ছাড়িয়ে গেছে। এমন দৃশ্য দেখে স্বাভাবোতই কেঁপে উঠেছেন সকলে। এরকম বিরল ভিডিও দেখে আপনার প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে আমাদের জানান।