সাক্ষাৎ যেন নাড়ু গোপাল! হাঁড়ি থেকে মনের আনন্দে মাখন খাচ্ছে ছোট্ট খুদে, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

এমন কোনো মহিলা নেই যিনি মা হবার মতো সুখ পেতে চান না। আর সন্তান মানেই যে সবাই চান গোপাল ঠাকুরের মতোই। তবে চাইলেই পাওয়া সম্ভব হয় না। সোশ্যাল মিডিয়াতে এখন যদিও গোপাল ঠাকুর কেও দেখা যাচ্ছে। বাড়িতে কিন্তু অনেকেই ছোট্ট গোপাল ঠাকুর রাখতে পছন্দ করেন। তবে এবার কোনো ধাতব গোপাল নয় বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক জীবন্ত গোপালের ভিডিও ভাইরাল হল!
ভাইরাল হওয়া ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট শিশু গোপালের সাজে সেজে মাখন খাচ্ছে আপন মনে। পরনে তার হলুদ রঙের ধুতি। সম্পূর্ণ গায়ে তার বিভিন্ন পুঁতির জুয়েলারি। গলায় ফুলের মালা ও মাথায় হলুদ রংয়ের মুকুট আবার তাতে ময়ূরপালক আটকানো আছে। শুধু তাই নয় কপালে কৃষ্ণের মতোই জয় তিলক লাগানো আছে। আপনার দেখে মনে হবে এযেন স্বয়ং গোপাল ঠাকুর এসেছেন।
সে উপুড় হয়ে শুয়ে একভাবে মাখন খেয়ে চলেছে। এত সুন্দর ও কিউট একটা মুহূর্ত যা ভাষায় প্রকাশ হয়তো করা সম্ভব নয়। সবাই এই বাস্তবের গোপালকে ভালোবাসা জানিয়েছেন। ‘cutebaby89’ নামের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ১.৯ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। সাথেই লক্ষ লক্ষ লাইক ও প্রচুর কমেন্ট।
View this post on Instagram
প্রথমজন লিখেছেন-‘কি কিউট’ তো দ্বিতীয়জনের বক্তব্য -‘যেন সাক্ষাৎ ছোট্ট গোপালকে মাখন খেতে দেখছি’। বেশিরভাগ মানুষ লাভ ইমোজি দিয়েও নিজের ভালোবাসা জানিয়েছেন। সারাদিনের ধকলের পরে এমন একটা ভিডিও যে আপনার সব ক্লান্তি দূর করে দেবে তা বলার অপেক্ষা রাখে না।