Viral VideoVideo

জেব্রার শিকার করতে গিয়ে হাল খারাপ কুমিরের, ভিডিও দেখে অবাক নেটবাসী

Advertisement
Advertisements

শক্তিশালী হলেই কি এই পৃথিবীতে জেতা সম্ভব? যার শক্তি আছে তার কাছে কি সব কিছুই আছে? না এই কথা একদমই সত্য নয়। ঠিক যেমনটা হয়েছে এবার এক কুমিরের (Crocodile) ক্ষেত্রে। সামনে ছিল খাবার। খুব সুন্দর জাল বিছিয়ে তা চেষ্টাও করেছিলো। তবে না, সফলতা সে আনতে পারেনি। কেবল ভাগ্য তার সাথে বেইমানি করেছে।

ভাইরাল (Viral) এই ভিডিওতে উঠে এসেছে জেব্রা (Zebra) শিকারের ভিডিও। হ্যাঁ সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ভিডিও নিয়েই আমাদের প্রতিবেদন। যেখানে দেখা যাচ্ছে একটি জেব্রা বনের মধ্যেই অবস্থিত জলাশয়ে জল পান করতে নেমেছে। তা দেখে কুমির বাবাজি কি এমন সুযোগ ছেড়ে দেবে। কার্যত বিভিন্নভাবে ফন্দি এঁটে সেই জেব্রাকে খাওয়ার প্ল্যান কষে ফেলে সে।

গুটি গুটি পায়ে এগিয়েও যায় অনেকটা। জল থেকে তখন ধীরে ধীরে হেঁটে ডাঙায় উঠছে জেব্রাটি। আর সন্তর্পণে তার পিছু নিয়েছে কুমির। এমন সময় জেব্রাটিকে নিজের মুখের মধ্যে ধরতে গিয়েই ফসকালো। ব্যাস আর কি ততক্ষনে জেব্রাটি ডাঙায় উঠে গেছে মহা আনন্দে।

আর এই ভিডিওই কার্যত ভাইরাল হয়েছে। কমেন্ট বক্সে বেশিরভাগ মানুষ বলেছেন কুমিরের দুর্ভাগ্যের কথা। সামনের খাবার যে এইভাবে চলে গেল তা নিয়ে অনেকেই পরিহাস করেছেন। যদিও আমাদের প্রতিবেদন এই ভিডিওর কোনোরকম সত্যতা যাচাই করেনি। তবুও এই ভিডিওটি দেখুন আর কেমন লাগলো আপনার তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।