Viral : প্রেমিকাকে কোলে বসিয়ে ঝড়ের বেগে বাইক চালাচ্ছে যুবক, তুমুল ভাইরাল ভিডিও

চলন্ত বাইকে প্রেমিকের কোলে বসে প্রেমিকা! রোম্যান্সে মত্ত যুগলের কান্ড দেখে হতবাক নেটপাড়া। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে ভালো-মন্দ সবকিছুই উঠে আসে সকলের সম্মুখে। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ভাইরাল হয় যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়। সম্প্রতি তেমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে।
চারপাশ দিয়ে অজস্র গাড়ি ছুটে চলেছে। আর তারই মাঝে বাইক চালাচ্ছেন এক যুবক। এতদূর অবধি ঠিকই ছিল। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হল তারসঙ্গে থাকা প্রেমিকা গাড়ির পিছনে নয় বরং বসে আছেন সামনে। এককথায় বলা চলে যে, প্রেমিকাকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন ওই যুবক। রীতিমতো দুজনেই মত্ত হয়েছেন রোম্যান্সে। সিনেমার পর্দায় আমরা এসব অবাক করা বহু সিন দেখে থাকি।
যদিও বাস্তব জীবনের সঙ্গে পর্দার জগতের অনেক তফাৎ। আর তাই সিনেমায় দেখানো স্টান্ট বাস্তবে দেখানো মুশকিলই বটে। তবে, তারই মাঝে কিছু কিছু মানুষ আছেন যারা আগে পিছু কিছু না ভেবেই নানান কর্মকান্ড করে বসেন। আর এই যুবক-যুবতীও সেই তালিকায় একজন। ঘটনাটি ঘটেছে দিল্লির মঙ্গলপুরীর সামনে রিং রোড ফ্লাইওভারে। যথারীতি ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লি পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয়।
Idiot’s of Delhi
Time – 7:15pm
Day – Sunday 16-July
Outer Ring Road flyover, Near Mangolpuri@dtptraffic pic.twitter.com/d0t6GKuZS5— 𝖀𝖗𝖇𝖆𝖓 𝖀𝖙𝖘𝖆𝖛 🗨️🦂 (@Buntea) July 16, 2023
দিল্লির মতো শহরে মাঝে মধ্যে কোনো না কোনো অদ্ভুত কান্ড ভাইরাল (Viral) হয়। কখনও মেট্রোর মধ্যে যুবতীকে নাচতে দেখা যায়। আবার কখনও প্রেমিক-প্রেমিকার এমন বাইক রাইডিং-এর ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি তেমনই এই ভিডিওটিও ভাইরাল হয়েছে। ভিডিওতে প্রেমিকা একেবারে জাপটে ধরেছেন তার প্রেমিককে। আর পিছন দিক থেকে একটি গাড়ি এই ভিডিওটি করেছেন। ‛Urban Utsav‘ নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি (Video) ভাইরাল হয়েছে।