×
Viral Video

নারকেল গাছে বসে দারুন কায়দায় ডাবের জল খাচ্ছে বর্ণময় টিয়া, ভাইরাল ভিডিও

প্রকৃতি হচ্ছে রহস্যে ভরা। এই এক প্রকৃতিতে কতকিছুই না দেখতে পাই আমরা। কিছু জিনিস আমাদের ভীষণ অবাক করে দেয় আবার কিছু জিনিস আমাদেরকে মুগ্ধ ও করে। প্রকৃতিতে এমন অনেক জিনিস রয়েছে যা আমাদের কাছে পুরোটাই অজানা। সেরকমই একটি চমকে যাওয়ার মতন ভিডিও যা ভীষণভাবে ভাইরাল হয়েছে এই নেট দুনিয়ায়।

যা নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। অনেকেই ভিডিওটাকে দেখে বিস্ময় হয়েছেন আবার অনেকে ভিডিও দেখে উপভোগ করেছেন।

ADVERTISEMENT

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বড় সাইজের বিদেশি টিয়া পাখি নারকেল গাছে বসে রয়েছে এবং সেখান থেকে ডাব পেড়ে ঠোঁট দিয়ে বড় ফুঁটো করে সেখান থেকে জল খাচ্ছে একদম মানুষের কায়দায়। একদম মানুষ যেভাবে ঢকঢক করে খাই সেভাবেই টিয়া পাখিটি মানুষের আদব-কায়দা নকল করে খেয়ে চলেছে।

এই ধরনের প্রজাতির টিয়া পাখিকে বলা হয় ম্যাকাও। এরা টিয়াপাখির বংশধর। তুমি সামান্য একটা পাখি বড় ফুটো করে এভাবে মানুষের কায়দায় জল খাচ্ছে তা সবাইকে বেশ অবাকই করে দিয়েছে।

ভিডিওটি পোস্ট করেন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। তার এই ভিডিওটি পোস্ট করার সাথে সাথে ভিডিওটি ভীষণভাবে ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যাপশনে তিনি দিয়েছেন, ” কেই না ভালোবাসে ডাবের জল খেতে “।

ডাবের কিন্তু আমাদের শরীরে নানান উপকারিতা রয়েছে। ডাবের জল আমাদের শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হজম ক্ষমতা বাড়ায় আমাদের। এছাড়াও শরীরে ইলেক্ট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে ডাবের জল। তবে একটি পাখির এমন বিরল দৃশ্য যা সবাইকে ভীষণভাবে অবাক করে দিয়েছে।

ADVERTISEMENT

Related Articles