হুবহু মাইকেল জ্যাকসনের মতো নেচে তাক লাগালো রঙিন হাঁস, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মেডিয়া (Social Media) মানেই যে প্রতিদিন নতুন কিছু চোখের সামনে ভেসে ওঠা তা আর বুঝতে বাকি নেই কারোরই। কারণ প্রতিদিনই সোশ্যাল মিডিয়া খুললেই ফোনের স্ক্রিনে পশু-পাখি কিংবা মানুষদের হাসি মজার ভিডিও ভেসে ওঠে। সব থেকে উল্লেখযোগ্য এমন কিছু ভিডিও যা নেটিজেনদের মনে গেঁথে যায় সারা জীবনের জন্য। তেমনই সম্প্রতি টুইটারের (Twitter) মাধ্যমে হাঁসের নাচের একটি ভিডিও সামনে এসেছে। কি বিশ্বাস করছেন না নিশ্চয়ই?
কিন্তু আদতেই একটি ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে দেখা গেল এক হাঁসকে জমিয়ে নাচ করতে। বিচের মধ্যে মাল্টি কালারের এক হাঁস হঠাৎ নাচ করতে শুরু করে দিলো। তবে আশ্চর্য জনকভাবে বিখ্যাত ড্যান্সর ‘মাইকেল জ্যাকসনের’ (Michael Jackson) মতো করে হাঁসটা নাচছে। যা দেখে কার্যত হাসতে হাসতে পেটে খিল ধরেছে নেটিজেনদের।
Mandarin duck after watching Michael Jackson pic.twitter.com/nsmwawBgDe
— Susanta Nanda (@susantananda3) March 26, 2022
‘IFS Susanta Nanda’ এই ভিডিওটি নিজের টুইটারের মাধ্যমে আপলোড করেছেন। ক্যাপশনে লিখেছেন- ‘মাইকেল জ্যাকসনকে দেখার পর ম্যান্ডারিন ডাকের অবস্থা।’ ভিডিওটিতে প্রায় ৬৩ হাজার ভিউস এসে গেছে। ‘মাইকেল জ্যাকসন এটা দেখলে সত্যি খুশি হতো’ -লিখেছেন এক নেটিজেন। অন্য একজন লিখেছেন -‘নাচের রিয়ালিটি শোতে যেতে পারবে হাঁসটা’। আপনিও দেখুন ভিডিওটা আর জানান কেমন লাগলো আপনার।