বিষধর কোবরার মাথা কেটে উদ্ধার করা হল নাগমণি! দেখে অবাক নেটবাসী, তুমুল ভাইরাল ভিডিও

সিনেমায় বহুবার আপনারা দেখেছেন ‘নাগমণি’ (Nagmani)। হ্যাঁ সাপের মধ্যে থাকে বিশেষ এই পাথর। আর সেই পাথর পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকাও খরচ করতে মুখিয়ে থাকেন অনেকে। তবে নিজের চোখে যদিও সাপের মধ্যে থেকে এই বিশেষ পাথর বেরোতে দেখা যায়নি। ঔষধ থেকে জীবনে বিভিন্ন কাজে এই পাথরের ব্যবহার আছে। কিন্তু জানেন কি সোশ্যাল মিডিয়াতে (Social Media) কার্যত আপনি সব কিছুই দেখতে পাবেন।
এবার এক ভিডিও ভাইরাল (Viral) হয়েছে যেখানে দেখা যাচ্ছে, সাপের মাথা থেকে নাগমনি বের করা হলো। কার্যত এমন একটা ভিডিও সম্পূর্ণ চমকে দিয়েছে সকলকে। যেখানে শুরুতে একটা বিশাল কোবরা (Cobra) সাপকে দেখা যাচ্ছে। এক ব্যক্তি কার্যত ইচ্ছা মতো সেই সাপের সাথে খেলা করে চলেছে। নিজের হাতে দিয়ে কোবরা টিকে ধরে রেখে বিভিন্ন খেলা দেখাচ্ছেন। একসময় সেই সাপের টুটি চিপে ধরেন।
সবাই ভাবলো হয়তো সাপটিকে মারবে। কিন্তু না ধারালো একটা অস্ত্র দিয়ে সাপের মাথায় কাটতে থাকলো। সাথে সাথেই কালো রঙে একটি ছোট পাথর বেরিয়েছে আসলো। একি! এতো সেই নাগ মণি। হ্যাঁ এই ভিডিওতেই প্রথমবার নাগমনির জ্বলজ্যান্ত দেখা পাওয়া সম্ভব হয়েছে। ৬ বছর আগে কার্যত অসম্ভব এই ভিডিওটি আপলোড করা হয়েছে।
‘Speank Animals‘ নামের একটি ইউটিউব (Youtube) চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ১.১ কোটি মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই এই অবিশ্বাস্য ভিডিও দেখে সবাই চমকে গেছেন। এতদিন সবাই নাগমনির কথা শুনলেও বিশ্বাস করা একটু কঠিন ছিল। কিন্তু সামনে থেকে এমন একটা ভিডিও দেখার পরে সবকিছু বেশ অনেকটাই স্পষ্ট হয়ে গেছে।