ফনা তুলে সরু তারের উপর ঝুলছে ভয়ঙ্কর কোবরা সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
এবারও কিং কোবরার (King Cobra) দুর্দান্ত এক ভিডিও ভাইরাল (Viral) হয়েছে ইনস্টাগ্রামের মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে বাদামি রঙের একটি কিং কোবরা সরু একটি তারের মধ্যে ঝুলে আছে।

ভারতে সাপ (Snake) দেখলেই অনেকে প্রণাম করেন। শিবের বাহন হিসাবে এদের বিশেষত পরিচিতি আছে। তবে মানুষ সাপকে যে কতটা ভয় করে সে আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবুও সোশ্যাল মিডিয়ার কারণে অনবরত বিভিন্ন সাপেদের ভিডিও সামনে আসার কারণে এখন অনেকটাই সাবলীন হয়েছে। তবুও কিছু এমন ভিডিও আছে যা দেখলে আপনার ভয় লাগবেই।
এবারও কিং কোবরার (King Cobra) দুর্দান্ত এক ভিডিও ভাইরাল (Viral) হয়েছে ইনস্টাগ্রামের মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে বাদামি রঙের একটি কিং কোবরা সরু একটি তারের মধ্যে ঝুলে আছে। হ্যাঁ সরু সুতোর মতো সেই তার কার্যত প্রথম অবস্থাতে হয়তো আপনার চোখেও পড়বে না। কিন্তু কিভাবে সেই তারের উপরে উঠলো এত বড়ো একটি সাপ? এই সরু তারের মধ্যে সে চলাচল করতে পারবে না সেটা স্পষ্ট।
তাহলে কি নিজে হাতে কেউ তাকে সেখানে বসিয়ে দিয়েছে। বারংবার সেই সাপ নিচে নামার চেষ্টা করছে। তারের সাথে কোনোরকমে পেঁচিয়ে সে নিজেই ক্রমাগত চেষ্টা চালিয়ে গেছে নিচে নামার। যদিও সে নামতে পেরেছে কি না ভিডিওর মাধ্যমে জানা সম্ভব হয়নি। তবে প্রথম অবস্থায় যে ভিডিওটি দেখতে দুর্দান্ত লাগবে তা বলা যেতে পারে।
View this post on Instagram
‘sandeepjoshi.22’ নামের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছিল। সাথেই এখনও পর্যন্ত আড়াই লক্ষের কাছাকাছি ছাড়িয়েছে তার ভিউস। যেমন কিছু নেটিজেন লিখেছেন -‘ভয়ঙ্কর’ আবার কেউ লিখেছেন -‘দারুন সুন্দর’। মানুষের যদিও কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়ার দেখা মিলেছে। আপনিও দেখুন এই ভিডিও আর অবশ্যই জানাবেন কেমন লাগলো এই ভিডিও।