পায়খানার প্যানের মধ্যে থেকে হঠাৎই বেরিয়ে এলো বিষধর কোবরা সাপ, ব্যাপক ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় (Social Media) নানান ধরনের ভিডিও দেখতে পাওয়া যায়। সাপের ভিডিও এর মধ্যে খুব জনপ্রিয়। সাপকে মানুষ ভয় পায়। এইজন্যই সাপের ভিডিও কেউ এড়িয়ে যেতে পারেননা। সম্প্রতি পায়খানার প্যানের মধ্যে একটি সাপ খুঁজে পাওয়ার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে।
সাপ সম্পর্কে ভয়ের কারণে সাধারণ মানুষ সাপ থেকে দূরে থাকতে পছন্দ করে। আসলে কিন্তু সাপ একটি শান্তিপ্রিয় ভীতু প্রাণী। অকারণে সাপ কখনোই কাউকে আক্রমণ করেনা। আমাদের চারপাশে যত সাপ রয়েছে তার মধ্যে বেশির ভাগ সাপই আসলে নির্বিষ। কিন্তু সাপ দেখে সহজে বোঝা যায়না কোন সাপের বিষ আছে আর কোন সাপের বিষ নেই। এই কারণে সাপ দেখলেই মেরে ফেলার একটা প্রবণতা অনেক সময়ে কাজ করে। সাপ দেখলেই মেরে না ফেলে বনে জঙ্গলে ছেড়ে দেওয়া উচিৎ।
ওয়াইল্ড কোবরা (Wild Cobra) নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি পায়খানার প্যানের মধ্যে একটি বিষধর সাপ ঢুকে বসে রয়েছে। বাড়ির লোকজন সাপ ধরার লোকজনদের খবর দেওয়ায় তাঁরা এসে সাপটিকে ধরার চেষ্টা করছেন। সাপটি কিছুতেই কমোডের মধ্য থেকে বেরুতে চাইছে না এবং সেখানে বসেই ফনা তুলে তেড়ে আসছে। কিছুক্ষণ চেষ্টার পরে সাপটি কমোড থেকে বেরিয়ে সারা বাথরুমে ঘুরে বেড়াতে থাকে। অনেকক্ষণ চেষ্টার পরে কোনমতে সাপটিকে ধরা সম্ভব হয়।
এই ভিডিওটি দেখে নেটিজেনরা ভয়ে শিউরে উঠেছেন। অনেকেই ভাবছেন এই ধরনের পরিস্থিতি তাঁর বাড়িতে হলে তিনি কি করবেন।