×
VideoViral Video

ঘরের ভিতর ঢুকে পড়েছে বিষধর সাপ, বের করতে গিয়ে ঘটলো বিপদ! তুমুল ভাইরাল ভিডিও

সাপ দেখলেই সাধারণ মানুষের ভয় লাগে তা বলা যায়। সে ছোট সাপ হোক কিংবা বড়ো দূর থেকে দেখলেও ভয় লাগবেই। আর সেই সাপ যদি আপনার বাড়িতে ঢুকে যায় একবার ভাবুন তো কান্ড! সম্প্রতি যে ভিডিও ভাইরাল (Viral) হয়েছে তা সত্যি হাড় হিম করে দেওয়ার উপযোগী বলা যায়। এক গ্রামের পরিত্যক্ত ঘরের মধ্যে ঢুকে গেছে এক বিশাল বড়ো কোবরা সাপ।

ঘরের ভিতর ঢুকে পড়েছে বিষধর সাপ, বের করতে গিয়ে ঘটলো বিপদ! তুমুল ভাইরাল ভিডিও -

যে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে তা সত্যি অন্যরকম ও ভয়ঙ্কর। দেখা যাচ্ছে, ওড়িশার নিজামপুর গ্রামাঞ্চলের একটি বস্তি এলাকার একটি পরিত্যক্ত ঘরে একটি বড় ও মোটা কোবরা সাপ কোনোভাবে ঢুকে গেছে। তারপরেই তা থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে। তারপরেই মির্জা মহম্মদ আরিফ নামের এক সাপ উদ্ধারকারীকে ডাকা হয়। সে এসে দুর্দান্তভাবে এই পরিস্থিতি সামলান।

ঘরের ভিতর ঢুকে পড়েছে বিষধর সাপ, বের করতে গিয়ে ঘটলো বিপদ! তুমুল ভাইরাল ভিডিও -

আরিফ ঘরে ঢুকে দেখেন কোবরা সাপটি লুকিয়ে আছে ও বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে ঘুরতে থাকে। তবুও সে খুব সাবধানের সাথে সাপটিকে ধরে ফেলেন। বারংবার সাপটি ফণা তুলছে কার্যত সে খুব রেগে গেছে। শেষে যদিও কাপড়ের ব্যাগের মধ্যে ভরে সে সাপটিকে নিয়ে যায়। মির্জা সবার কাছে অনুরোধ করেছেন সাপকে না মারতে। বরং প্রশিক্ষন প্রাপ্ত কারোর হাতে তুলে দিতে। ‘Mirza MD Arif’ নামের তার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

দুই দিনের মধ্যেই ৪৪ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। তার সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে আরিফের উদ্দেশ্যে। সবাই তার এমন সাহসীকতার জন্য দুর্দান্ত প্রশংসা করেছেন। আপনাদের জানিয়ে রাখি আরিফ বিভিন্ন জায়গা থেকে খুব সহজেই সাপ ধরতে ওস্তাদ। যা ইউটিউবের মাধ্যমে ভিডিও বানিয়ে সবার উদ্দেশ্য শেয়ার করে থাকেন তিনি।