রাস্তার মাঝে গো-সাপকে আক্রমণ বিষধর কোবরার, তারপর যা হল… ব্যাপক ভাইরাল ভিডিও

প্রকাশ্যে রাস্তার মাঝে বিশাল একটি গোসাপকে শিকার করার চেষ্টায় মগ্ন বিষধর কোবরা সাপ। আজকালকার যুগে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া (Social Media)। ভালো-মন্দ সবকিছুই উঠে আসে এই মাধ্যম দিয়ে। এমনকি মানুষজন তাদের প্রতিভাকেও এই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরেন।
আর সেই প্রতিভা যদি হয় মনোমুগ্ধকর তাহলে আর তা ভাইরাল (Viral) হতে খুব একটা বেশি সময় লাগেনা। তবে, বর্তমানে শুধু মানুষেরই নয় পশুপাখিদেরও নানান ভিডিও ভাইরাল হয়। যা দেখে অবাক হতে হবে আপনাকেও। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন মানুষজন। সাপের নাম শুনলে যে কেউই ভয় পায়। আর সেই সাপ যদি হয় বিষধর কোবরা তাহলে তো কোনো কথাই নেই।
মূলত সাপকে সকলেই বিষধর প্রাণী হিসেবেই চেনেন। আর তাদের মধ্যে এমন অনেক সাপ আছে যাদের দংশনে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সম্প্রতি তেমনই একটি কোবরা সাপের ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, প্রকাশ্যে রাস্তার মাঝে বিশাল একটি গোসাপকে শিকার করার চেষ্টায় মগ্ন হয়েছে বিষধর কোবরা সাপ। গোসাপটি যতই সাপটিকে ছাড়ানোর চেষ্টা করুক না কেন কোনোভাবেই তা পারছে না।
গোসাপটি ওই অবস্থাতেই ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছে। আর ওদিকে সাপটিও গোসাপটির গায়ের উপর উঠে তাকে আহত করার চেষ্টা করে চলেছে। যদিও অবশেষে সাপের হাত থেকে রক্ষা পায় গোসাপটি। কিন্তু তারপরেও সাপটি আরও একবার ঝাঁপিয়ে পড়ে গোসাপটির উপর। ‛Latest Sightings‘ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ১০ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল এই ভিডিও।