অবাক কাণ্ড! গ্লাসে মুখ ডুবিয়ে জল খাচ্ছে বিষধর কোবরা, তুমুল ভাইরাল ভিডিও

Cobra Drinking Water : ‘জলের ওপর নাম জীবন’ তাই তো জল পান না করলে কোনো প্রাণী বেশিদিন বাঁচতে পারবে না। আমরা সবাই জানি জলের অপর নাম জীবন। তাই জীবন শুরু থেকে শেষ ‘জল দান অর্থাৎ জীবন দান’ বলেই অভিহিত করা হয়ে থাকে। রাস্তা ঘাটে কোনো সময় দরকার পড়লে অচেনা কোনো ব্যক্তির কাছে জল চাইলেও মানবতার খাতিরে জল দিয়ে সাহায্য করে। এখন যদিও দুনিয়া ও সমাজের পার্থক্যর জন্য এই ধরণের দৃশ্য না দেখাই স্বাভাবিক। তবে এবার কিন্তু ঠিক তেমনই এক কিং কোবরাকে জল খাওয়ানোর (Cobra Drinking Water) ভিডিও হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক কালো রঙের কিং কোবরা জল পান করছে। শেষ পর্যন্ত যদিও সবকিছুই ঠিক ছিল। তবে সেই সাপ যে গ্লাস থেকে জল পান (Cobra Drinking Water) করছিলো সেটা এক ব্যক্তি নিজের হাতে ধরে ছিলেন। কার্যত নিজে হাতে কিং কোবরাকে জল পান করিয়ে দিতে এর আগে কেউ কোনোদিন দেখেননি। যা দেখে নেটিজেনরা বেজায় হতবাক ও আপ্লুত।
যে ব্যক্তি জল খাইয়ে দিচ্ছে সে সাপের থেকে কোনোরকম দূরত্ব রাখেননি। সাপের কিছুটা অংশ তার হাতের উপরেও দেখা গেছে। অত্যাধিক গরমে নির্ঘাত সাপটির তৃষ্ণা পেয়েছিলো। আর এই জলের ফলে প্রাণ ফিরে পেলো সেই সাপ তা বলার অপেক্ষা রাখে না। ভয় না পেয়ে এগিয়ে এসে নিজের হাতে সাপকে এইরকম ভাবে জল খাওয়ানোর চিত্র কিন্তু প্রথম সোশ্যাল মিডিয়াতে দেখা গেল তা বলার অপেক্ষা রাখে না।
Cobra Drinking Water Watch Full Video
Monkey and ducklings are eating watermelon and here u are watching the king cobra actually drinking water from a glass held in the hand. They too have to be hydrated then n there.But they don’t open the mouth to drink water there is a small nostrils through which they suck water pic.twitter.com/PaJGF6HHLc
— Target is Possible (@TargetPossible) April 5, 2023
‘Target is Possible’ নামের টুইটার একাউন্টের মধ্যে দিয়ে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ভিডিও ইতিমধ্যেই হাজার হাজার ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট করেছেন বহু মানুষ। কেউ বলেছেন -‘মানুষটি খুবই সাহসী’। আবার কেউ বলেছেন -‘সাপ হলেও, সামান্য জলের মধ্যে দিয়ে প্রাণ ফিরে পেলো’। আপনার ভিডিওটি দেখে কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।