ঘোর কলিযুগ! চোখে সানগ্লাস মাথায় টুপি পরে মানুষের মতো শরবত খাচ্ছে শিম্পাঞ্জি, ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া

Viral Video Of Chimpanzee: বহু বছর বিবর্তনের পরে আজকের মানব জাতির সৃষ্টি হয়েছে। আগে আমাদের পূর্বপুরুষরা আদিম মানুষ হিসাবে বনে বাদাড়ে কোনোরকমভাবে জীবন কাটিয়েছে। আদিম যুগে মানুষের আকার ও শারীরিক গঠন বানরের মত ছিল। সেখান থেকেই ধীরে ধীরে আজকের পৃথিবীর সবথেকে উন্নত জাতির খাতায় নাম লিখিয়েছি আমরা। কিন্তু না শুধুই আমরা উন্নত না। বানর কিংবা শিম্পাঞ্জি এখনকার যুগে চরম উন্নত। যে কারণেই সোশ্যাল মিডিয়ার যুগে এক শিম্পাঞ্জি (Chimpanzee) বনের মধ্যে বসে হাতে ঠান্ডা পানীয় নিয়ে ছুটির মেজাজে দিন কাটাচ্ছে।
আসলে সোশ্যাল মিডিয়ার যুগে এখন কোনো কিছুই অদেখা থাকে না । স্মার্টফোন ও ইন্টারনেট যেন গোটা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। যে কারণেই না চাইতেও স্ক্রিনের উপরে ভেসে আসে বিভিন্ন অজানা বিষয়বস্তু। যেমনটা হয়েছে এবার এই ভিডিওটির ক্ষেত্রে। টুইটারের মাধ্যমে ভাইরাল (Viral) হওয়া এক শিম্পাঞ্জি ও তার ছুটির মেজাজ যেন মানুষকেও টেক্কা দেয়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শিম্পাঞ্জি ঘন জঙ্গলের মধ্যে মাথায় টুপি ও চোখে সানগ্লাস পরে বসে আছে। শুধু এটুকুই নয় হাতে তার সরবতের গ্লাস আর চুমুক দিয়ে মানুষের মত করে শরবত খাচ্ছে সে। জায়গাটি দেখে মনে হবে কোনো চিড়িয়াখানা। তবে সে বিষয়ে যদিও কোনো আলাদা তথ্য পাওয়া সম্ভব হয়নি। এত কুল ও উন্নত শিম্পাঞ্জির ভিডিও দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন টুইটারে।
Cool …👑 pic.twitter.com/s8z0p9y9OE
— Creature Arena (@CreatureArena) September 2, 2022
‘Creture Arena’ নামের টুইটার একাউন্ট থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও। যেখানে এক লক্ষ চল্লিশ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। সাথেই কেউ বলেছেন -‘এতো আমার থেকেও বেশি কুল শিম্পাঞ্জি’। আবার কেউ লিখেছেন-‘উইকেন্ড আমার পুরো এইভাবেই কাটে।’ শিম্পাঞ্জিটির এহেন আচরণে মুগ্ধ হয়েছেন সবাই তাই আপনি এমন একটা ভিডিও দেখার থেকে মিস করবেন না কিন্তু।