অবাক কাণ্ড! মানুষের সাথে তাল মিলিয়ে গাড়ি পরিষ্কার করছে শিম্পাঞ্জি, তুমুল ভাইরাল ভিডিও

শিম্পাঞ্জি পুরো মানুষের মতো গাড়ি পরিষ্কার করছে এ কথা বললে নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন না। আমাদের কারোরই এ কথা বিশ্বাস হবে না। তবে আজ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য যা দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। পৃথিবী যে প্রতিনিয়ত বদলে যাচ্ছে তার প্রমাণ এখন সোশ্যাল মিডিয়া থেকেই পাওয়া যায়। মানুষ নয় এবার শিম্পাঞ্জি (Chimpanzee) যে ধরণ বদলেছে তা স্বাভাবতই কেউ ভাবতে পারে। ইনস্টাগ্রামের মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে শিম্পাঞ্জি কার ওয়াশ অর্থাৎ গাড়ি পরিষ্কার করছে।
ভিডিও সামনে আসতেই মুহূর্তের মধ্যেই ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি কালো রঙের একটি গাড়ি সাবান লাগিয়ে বেশ জোরে জোরে ঘষে পরিষ্কার করতে ব্যস্ত। কিন্তু শুধু মানুষ দেখলে হবে না পাশে সেই শিম্পাঞ্জির কার্যকলাপ দেখে অবাক সকলে। একটা পাইপের সাহায্যে গাড়ির উপর জল দিচ্ছে সেই শিম্পাঞ্জি।
তবে কিভাবে শিখলো তারা এই কাজ? মানুষের মতো এমন কাজ করে সবাইকেই চমকে দিয়েছে সেই শিম্পাঞ্জি তা বলার জায়গা রাখে না। তাহলে কি প্রাণীরাও ধীরে ধীরে মানুষের মতোই উন্নত হয়ে উঠছে এই প্রশ্ন কিন্তু অনেকের মাথাতেই ঘুরতে শুরু করেছে। এক মুহূর্তের জন্য ভিডিওর মধ্যে প্রাণীটিকে থেমে যেতে দেখা যায়নি। ‘জ্যাক ম্যাথইউস’ নামের এক ব্যক্তি এই ভিডিওটি আপলোড করেছেন। তবে আপনাদের জানিয়ে রাখি ‘Myrtle Beach Safari’ নামের একটি জায়গায় এই ধরণের প্রাণীরা থাকে। যেখানে তাঁদের সম্পূর্ণ মানুষের মতো করেই গড়ে তোলার চেষ্টা চালানো হয়।
তিন লক্ষ একুশ হাজারের থেকেও বেশি ভিউজ ছারিয়ে গেছে এই ভিডিওতে। সবাই এমন একটা কিউট ও মিষ্টি ভিডিওর প্রশংসায় মেতেছেন। কেউ লিখেছেন -‘কত টাকা দেওয়া হয় এই কাজ করে’ তো দ্বিতীয়জন লিখেছেন -‘এমন একজনের সাথে কাজ করার মজা আলাদা।’ আপনি এই ইনস্টাগ্রাম একাউন্টে আরও ভিডিও দেখতে পাবেন যেখানে কখনও বাঘকে, মানুষের মতো করে সাঁতার শেখানো হচ্ছে তো আবার কখনও শিম্পাঞ্জিকে কথা বলতে শেখানো হচ্ছে।