VideoViral Video

Viral : মেকআপের কি বহর! নিজের মাকে চিনতে পারলো না ছেলে, ভাইরাল ভিডিও দেখে হেসে খুন নেটবাসী

মেকআপের কি মহিমা! মাকেই চিনতে পারলো না শিশু। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। আজকালকার যুগে মেকআপের কি কদর তা আশাকরি নতুন করে বলার অপেক্ষা রাখেনা। বিয়েবাড়ি হোক বা যেকোনো অনুষ্ঠান বাড়িতে মহিলারা মেকআপ ছাড়া যেন একেবারেই পা রাখেন না। আর সেই কারণে দিনে দিনে মেকআপ আর্টিস্ট-এর চাহিদা বাড়ছে হুড়হুড়িয়ে। মেকআপ করার পর প্রত্যেকটি মানুষের লুকের মধ্যে পরিবর্তন আসে।

আর সেটাই এবার মেনে নিতে পারলো না এক ছোট্ট খুদে। কিন্তু ঘটনাটি কি ঘটেছে তাই ভাবছেন নিশ্চই? সম্প্রতি নেটমাধমে একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, একজন মহিলা সুন্দর করে সেজেছেন। তার পরণে রয়েছে নীল রঙের লেহেঙ্গা। মুখে চড়া মেকআপ। চোখের পাতা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত ওই মহিলা নিজেকে সাজিয়ে তুলেছেন। কিন্তু তার এই সাজাই যেন কাল হল ছোট্ট শিশুর কাছে।

মেকআপের পর যথারীতি ওই মহিলাকে দেখতে সুন্দর লাগছে ঠিকই কিন্তু ওই মহিলার বাচ্চাই তাকে চিনতে পারছেন না। বাচ্চাটির ভয় ভাঙাতে মা ছেলেটিকে কোলে নিতেও চাইছে। কিন্তু কিছুতেই ছেলেটি তাতে রাজি নয়। বরং ওই মহিলার মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দূরে সরে গিয়েছে। সোফায় বসে রীতিমতো চিৎকার করতে দেখা যাচ্ছে ওই বাচ্চাটিকে। ভিডিওটি (Video) প্রকাশ্যে আসামাত্রই হু হু করে ভাইরাল (Viral) হয়েছে।

এই ভিডিও দেখে কেউ লিখেছেন ‛মেকআপ খুব সংঘাতিক জিনিস’। আবার কেউ লিখেছেন ‛মেকআপের কি মহিমা’। কেউ তো আবার মহিলার সমালোচনাও করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল এই ভিডিও (Video)।